img

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

প্রকাশিত :  ১১:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১২:১১, ২১ সেপ্টেম্বর ২০২৫

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

প্রত্যাহার করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (সচিব) দায়িত্ব দেওয়া হয়েছে মো. রুহুল আমীনকে। তিনি আগে পরিকল্পনা কমিশনে ছিলেন।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ’৮২ ব্যাচের কর্মকর্তা।

জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে তাকে জনপ্রশাসন সচিব করা হয়।

জাতীয় এর আরও খবর

img

রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ

প্রকাশিত :  ১৪:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপুর্ব উদ্ভুত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ্য করে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়।

এজন্য দুটি কারণ উল্লেখ করেছে রাবি প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচী চলছে এবং নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপর্যুক্ত বিবেচনায় নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহনমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী ২৫ সেপ্টেম্বর তারিখের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছে। 

জাতীয় এর আরও খবর