img

খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত

প্রকাশিত :  ১৪:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৬:৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত

গুইমারা উপজেলায় বন্দুকবাজদের হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার পাশাপাশি আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে, তবে কার গুলিতে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মো. সাবের জানান, গুইমারা থেকে তিনজন পুরুষের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্ত করা হবে। এছাড়া গুইমারা থেকে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার এক পাহাড়ি কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’ ব্যানারে শনিবার সকাল থেকে পার্বত্য এলাকায় অবরোধ কর্মসূচি চলছে। এই অবরোধের জেরে খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার দুপুরে গুইমারার রামেসু বাজারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাজারের বেশ কয়েকটি দোকান ও পাশে থাকা বসতবাড়ি পুড়ে যায়। ঘটনাস্থল চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে মাত্র ১০০ গজ দূরে।

বাজারে আগুন দেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে আগুনে দোকানপাট পুড়তে দেখা যায়। বাজারটির অধিকাংশ দোকান পাহাড়িদের বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও কথাকাটাকাটির এক পর্যায়ে গুলির ঘটনা ঘটে। মংসাজাই মারমা ও কংজরী মারমা নামে দুজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার সময় তাদের ওপর গুলি চালানো হয়। এরপর মুখোশ পরা লোকজন এসে বাজারে ও বাড়িঘরে লুটপাট চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

খাগড়াছড়ি সদরসহ গুইমারা উপজেলায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাজুড়ে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর অবস্থান দেখা গেছে। অধিকাংশ দোকানপাট বন্ধ, চলাচলরত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত, বিস্তারিত পরে জানানো হবে।


বাংলাদেশ এর আরও খবর

img

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রকাশিত :  ১৩:২৬, ১৭ নভেম্বর ২০২৫

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পল্লবী থানা এলাকায় তাকে ৫ রাউন্ড গুলি ছুড়ে হত্যা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার এসআই রাশেদুল ইসলাম।

তিনি বলেন, পল্লবীর ব্লক সির ১৩ রোডে যুব দলের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গোলাম কিবরিয়া নিহত হন। আমরা তদন্ত শুরু করেছি। এ ঘটনা জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মৃতদেহ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর পল্লবী এলাকা ও হাসপাতাল প্রাঙ্গণে যুবদল ও বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বর্তমানে থমথমে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

বাংলাদেশ এর আরও খবর