img

লাউয়াছড়ায় গাড়ি পার্কিংয়ে বন বিভাগের নিষেধাজ্ঞা, বিপাকে পর্যটকরা

প্রকাশিত :  ১২:০০, ০৫ অক্টোবর ২০২৫

 লাউয়াছড়ায় গাড়ি পার্কিংয়ে বন বিভাগের নিষেধাজ্ঞা, বিপাকে পর্যটকরা

মৌলভীবাজার জেলার কমলগঞ্জস্থ লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ করেই গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে জাতীয় উদ্যান এলাকায় যানবাহন পার্কিংয়ের উপর এমন আকস্মিক নিষেধাজ্ঞার ফলে লাউয়াছড়ায় আসা পর্যটকরা পড়েছেন চরম বিপাকে। এমন পরিস্থিতিতে পর্যটক নিয়ে আসা যানবাহনের চালকেরা সড়কের উপরেই গাড়ী পার্কিং করে রাখতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সরেজমিন স্থানীয় ও পর্যটকদের অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্বে লাউয়াছড়ার প্রধান ফটকের পাশে গাড়ি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি সেই সুবিধা বাতিল করে No Parking সাইনবোর্ড স্থাপন করে বনবিভাগ। ফলে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নিজেদের গাড়ি বা ভাড়া করা যানবাহন এখন কমলগঞ্জ - শ্রীমঙ্গল সড়কের দুপাশে পার্ক করতে হচ্ছে, যা পর্যটকদের জন্য তৈরি করছে বড় ধরনের ভোগান্তি।

জানা যায়, সম্প্রতি বন বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারের পাশে ‘I LOVE KAMOLGONJ ইংরেজিতে লিখা একটি ফলক তৈরি করেছে। মূলত পর্যটকদের আকৃষ্ট করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। তবে, যে জায়গায় এই ফলক তৈরি করা হয়েছে সেখানে উদ্যানে আগত পর্যটকেরা গাড়ি পার্কিং করে রাখতেন। গত ১ অক্টোবর থেকে কোন ধরনের পূর্ব নির্দেশনা ছাড়াই কর্তৃপক্ষ গাড়ি পার্কিং নিষিদ্ধ করে দেয়। তবে বৃহস্পতিবার লাউয়াছড়ায় যানবাহনের সংখ্যা বেশী হওয়ায় এ নিষেধাজ্ঞা থাকার পরও অনেক চালককে গাড়ি পার্কিং করতে দেখা গেছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা টিকেট কেটে উদ্যানের ভেতর প্রবেশ করি। আমাদের গাড়ি পার্কিং এর জায়গায় বিকল্প কোন ব্যাবস্থা না রেখে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়ি নিয়ে বিপাকে পড়তে হয়েছে। আমাদের গাড়ি পার্কিং করতে হচ্ছে অনেকদূর সড়কের উপরে। কয়েকজন গাড়ি পার্কিং এর সুযোগ না পাওয়ায় ফিরে গেছেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা মতিন মিয়া বলেন বনবিভাগ গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা জারির পর গতকাল থেকে যানবাহন পার্কিং এর টিকেট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, উর্ধতন কর্তৃপক্ষের আদেশে আপাতত লাউয়াছড়া গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আবার আলোচনা করছি যাতে কোন পর্যটক ভোগান্তিতে পড়তে না হয়।


সিলেটের খবর এর আরও খবর

img

‘রাজপথের ত্যাগী নেতা’ আবেদ রাজাকে কুলাউড়া আসনে মনোনয়নের দাবিতে ব্যাপক কর্মসূচি

প্রকাশিত :  ০৯:২৪, ১৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৪৯, ১৭ নভেম্বর ২০২৫

গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ সংসদীয় আসনের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এরমধ্যে ছিল সিলেট বিভাগের মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনসহ জেলার ৪টি আসনও।

মনোনয়ন ঘোষণার পর থেকে স্থানীয় বিএনপির মধ্যে গৃহদাহ শুরু হয়েছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে চলছে একের পর এক সভা-সমাবেশ ও শোডাউন। এরিমধ্যে সে দাবিও জানানো হয়েছে দলের কেন্দ্রে। দলের নেতাদের অনুসারীদের অনেকেই জানাচ্ছেন প্রার্থী পরিবর্তনের দাবি।

দলীয় সূত্রে জানা যায়, জেলার চারটি আসনে বিএনপির অন্তত ১২ সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন। তবে কেন্দ্র মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মুজিবুর রহমানকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে।

কুলাউড়া সংসদীয় আসনে মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির নেতা ও আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এএনএম আবেদ রাজার অনুসারীরা স্থানীয়ভাবে নানা কর্মসূচি পালন করছেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে পালন করেছেন প্রতীকী ‘সিট ইন’ নামের কর্মসূচিও। স্মারকলিপি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবরে। এছাড়াও তারা আবেদ রাজা সাপোর্টার্স ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালনের পর তারা আগামী রোববারের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে অ্যাডভোকেট আবেদ রাজা সাপোর্টার্স ফোরামের ব্যানারে ‘সিট ইন’ নামের কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এনাম আহমদ ও সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। তারা কুলাউড়া আসনে অ্যাডভোকেট এএনএম আবেদ রাজাকে মনোনয়ন দেওয়ার দাবিতে সপ্তাহব্যাপী স্বাক্ষর অভিযান শেষে আগামী ১৯ নভেম্বর বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে ‘অঙ্গীকার বন্ধন’ কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।

এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের আমলে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, দেশের খ্যাতিমান আইনজীবী, সমাজসেবক, সিলেটবন্ধু আবেদ রাজা। সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বেশ কয়েকবার কারাভোগ করেন তিনি। কিন্তু তাকে বাদ দিয়ে প্রার্থী করা হয়েছে যুক্তরাজ্য প্রবাসী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকুকে।

স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শওকতুল ইসলাম শকু সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলনে জয়নুল আবেদীন বাচ্চুর কাছে পরাজিত হন। নামোল্লেখ না করা শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, বিএনপির রাজনীতি করার কারণে অ্যাডভোকেট আবেদ রাজার বড় মেয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হলেও তার গেজেট আটকে দিয়েছিল বিগত সরকার। এদিকে, কুলাউড়া আসন দলের মনোনয়ন ঘোষণার পর থেকে এলাকায় প্রায় প্রতিদিনই হচ্ছে সমাবেশ-মিছিল ও মোটরসাইকেল শোডাউন।



সিলেটের খবর এর আরও খবর