img

বাংলা চলচ্চিত্র “ইলাইজা” দেখানো হবে হোয়াইট চ‍্যাপলের জেনেসিস সিনেমায়

প্রকাশিত :  ০৯:১১, ২১ অক্টোবর ২০২৫

অস্কার কোয়ালিফায়িং উৎসবে পুরস্কারপ্রাপ্ত ছবি

বাংলা চলচ্চিত্র “ইলাইজা” দেখানো হবে হোয়াইট চ‍্যাপলের জেনেসিস সিনেমায়

আগামী নভেম্বরের ১৫ তারিখে হোয়াইট চ‍্যাপলে অবস্থিত জেনেসিস সিনেমা হলে প্রদর্শিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ইলাইজা”। এটি ফিলিক্স রাইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে উৎসবের ওপেনিং প্রদর্শনী হিসেবে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি পরিচালনা করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা রাজীদ সিজন।

ইলাইজা এ বছরের জানুয়ারি মাসে চলচ্চিত্র উৎসবে মুক্তি পায় এবং এরই মধ্যে আমেরিকা, যুক্তরাজ্য, ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বেশকিছু পুরস্কার অর্জনও করেছে। সম্প্রতি এটি অস্কার কোয়ালিফায়িং তসবির চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। 

ইলাইজা চলচ্চিত্রে বাংলাদেশি এক অভিবাসী পরিবারের সংগ্রামী জীবনের গল্প তুলে ধরেছে। নিউ ইয়র্ক শহরে হলুদ টেক্সি মেডালিয়নের বিপর্যয়ের ফলে অভিবাসী ভুক্তভোগীদের  কথা বলা হয়েছে। এটি একটি মানবিক চলচ্চিত্র। মূলধারার মিডিয়াতে এই অভিবাসীদের করুণ গল্প তেমন তুলে ধরা হয় নি। হোয়াইট চ্যাপলে বাংলাদেশি কমিউনিটি ছবিটি দেখার সুযোগ পাবেন আগামী নভেম্বরের ১৫ তারিখ বেলা ১২ ঘটিকায়।  চলচ্চিত্রটি বাংলার বিভিন্ন আঞ্চলিক ভাষায় নির্মিত হয়, এর মধ্যে রয়েছে কলকাতান, সিলেটী, ঢাকাইয়া কুট্টি ও সাধারণ চলিত বাংলা। 

তসবির চলচ্চিত্র উৎসবের সহপ্রতিষ্ঠাতা রিতা মেহের বলেন, “৯/১১–এর পর যুক্তরাষ্ট্রে মুসলিম ও দক্ষিণ এশীয়দের নিয়ে যে ভুল ধারণা তৈরি হয়েছিল, সেটি দূর করতেই আমাদের এই উৎসবের সূচনা। এবারের আসরে রাজীদের ‘ইলাইজা’ সেই লক্ষ্যকেই নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে—চলচ্চিত্রটি আমাদের বিচারকদের হৃদয় ছুঁয়েছে।”

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে রাজীদ সিজন বলেন, “‘ইলাইজা’ আসলে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মানুষের গল্প। সিয়াটলে প্রদর্শনের সময় হলভর্তি দর্শকের আবেগ, করতালি আমাকে আপ্লুত করেছে। এই পুরস্কার আমি উৎসর্গ করছি আমার পরিশ্রমী কলাকুশলী দল, যুক্তরাষ্ট্রে ট্যাক্সি মেডেলিয়ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ভাইবোন এবং সমাজে উপেক্ষিত লিঙ্গ-বৈচিত্র্যসম্পন্ন মানুষদের।”

‘ইলাইজা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এজাজ আলম, মিথিলা গাজী এবং দেবজানী ব্যানার্জি। তাদের অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

টিকেট সংগ্রহ করতে এই লিংকে ব্রাউজ করুন: 

https://www.genesiscinema.co.uk/event/102812

Genesis Cinema: 93-95 Mile End Rd, Bethnal Green, London E1 4UJ


কমিউনিটি এর আরও খবর

img

কৃষ্ণাঙ্গ কমিউনিটির শিল্প, সংস্কৃতি ও ইতিহাসে ভরপুর ব্ল্যাক হিস্ট্রি মান্থ পালিত হচ্ছে টাওয়ার হ্যামলেটসে

প্রকাশিত :  ১১:০৬, ২১ অক্টোবর ২০২৫

টাওয়ার হ্যামলেটস এই অক্টোবর মাসে উদযাপন করছে ব্ল্যাক হিস্ট্রি মান্থ, যা শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহীদের জন্য ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছে। এক্সিবিশন, পারফরম্যান্স, ওয়ার্কশপ, সিনেমা, সঙ্গীত, কবিতা এবং আলোচনা—সব আয়োজন মিলে পুরো মাসটি করে তুলেছে বিশেষ।

২০ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেনেসিস সিনেমা (৯৩-৯৫ মাইল এন্ড রোড) -এ অনুষ্ঠিত হবে ব্ল্যাক হিস্ট্রি মান্থ আর্ট এক্সিবিশন, যেখানে চারজন শিল্পীর কাজ দর্শকদের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে। একই সময়ে শুরু হচ্ছে \"ইট টেকস এ ভিলেজ ব্ল্যাক হিস্ট্রি মান্থ পপ-আপ মার্কেট\" (It Takes A Village Black History Month Pop-up Market) যা ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

২৪ অক্টোবর লন্ডন মিউজিয়াম ডকল্যান্ডস-এ অনুষ্ঠিত হবে “লন্ডন, সুগার & স্লেভারি” গ্যালারির পরিচিতি আলোচনা। এছাড়া ২৬ অক্টোবর জর্জিয়ান লন্ডনে \'আফ্রিকান বংশোদ্ভূত মানুষ\' শিরোনামের সেশনে লন্ডনের ১৮শ শতাব্দীর প্রায় ১৫,০০০ আফ্রিকান বংশোদ্ভূত মানুষের জীবন ও ইতিহাস তুলে ধরা হবে।

২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে “আফ্রিকা: আমাদের ভুলে যাওয়ার আগে” শিরোনামের ৪৫ মিনিটের ইমারসিভ ওয়ার্কশপ, যেখানে মধ্যযুগীয় আফ্রিকার ইতিহাস ও সংস্কৃতি ঘিরে একটি ভ্রমণ উপস্থাপন করা হবে।

৩০ অক্টোবর, কুইন মেরি বিশ্ববিদ্যালয়, আর্টস ওয়ান বিল্ডিং-এ প্রদর্শিত হবে ডকুমেন্টারি \"ফ্যাদারলেস নো মোর\" (Fatherless No More), যেখানে একজন অরল্যান্ডো ভিত্তিক পাস্তর ও সাবেক সুপার বোল চ্যাম্পিয়নের জীবনযাত্রা ও কর্মপ্রেরণার কাহিনী তুলে ধরা হবে। প্রদর্শনের পর প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হবে।

শিশুদের জন্যও আয়োজন আছে - ২৩ অক্টোবর, ক্রিস্প স্ট্রিট ও হোয়াইটচ্যাপেলে আইডিয়া স্টোরে অনুষ্ঠিত হবে কোড ক্লাব, যেখানে ৮ বছর বা তার বেশি বয়সী শিশুরা স্ক্রাচ (Scratch) ও মাইক্রোবিট (Microbit) ব্যবহার করে নিজের গেম এবং অ্যানিমেশন তৈরি করতে পারবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাসব্যাপী আয়োজনের লক্ষ্য হলো কমিউনিটিতে বৈচিত্র্য, ঐতিহ্য ও শিল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সব বয়সের মানুষের জন্য ডিজিটাল ও সাংস্কৃতিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা।

বিস্তারিত তথ্য বা অংশগ্রহণের জন্য ভিজিট করুন: www.towerhamlets.gov.uk/lgnl/leisure_and_culture/Black-History-Month/Black-History-Month.aspx 

কমিউনিটি এর আরও খবর