
বাংলা চলচ্চিত্র “ইলাইজা” দেখানো হবে হোয়াইট চ্যাপলের জেনেসিস সিনেমায়
অস্কার কোয়ালিফায়িং উৎসবে পুরস্কারপ্রাপ্ত ছবি

আগামী নভেম্বরের ১৫ তারিখে হোয়াইট চ্যাপলে অবস্থিত জেনেসিস সিনেমা হলে প্রদর্শিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ইলাইজা”। এটি ফিলিক্স রাইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে উৎসবের ওপেনিং প্রদর্শনী হিসেবে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি পরিচালনা করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা রাজীদ সিজন।
ইলাইজা এ বছরের জানুয়ারি মাসে চলচ্চিত্র উৎসবে মুক্তি পায় এবং এরই মধ্যে আমেরিকা, যুক্তরাজ্য, ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বেশকিছু পুরস্কার অর্জনও করেছে। সম্প্রতি এটি অস্কার কোয়ালিফায়িং তসবির চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
ইলাইজা চলচ্চিত্রে বাংলাদেশি এক অভিবাসী পরিবারের সংগ্রামী জীবনের গল্প তুলে ধরেছে। নিউ ইয়র্ক শহরে হলুদ টেক্সি মেডালিয়নের বিপর্যয়ের ফলে অভিবাসী ভুক্তভোগীদের কথা বলা হয়েছে। এটি একটি মানবিক চলচ্চিত্র। মূলধারার মিডিয়াতে এই অভিবাসীদের করুণ গল্প তেমন তুলে ধরা হয় নি। হোয়াইট চ্যাপলে বাংলাদেশি কমিউনিটি ছবিটি দেখার সুযোগ পাবেন আগামী নভেম্বরের ১৫ তারিখ বেলা ১২ ঘটিকায়। চলচ্চিত্রটি বাংলার বিভিন্ন আঞ্চলিক ভাষায় নির্মিত হয়, এর মধ্যে রয়েছে কলকাতান, সিলেটী, ঢাকাইয়া কুট্টি ও সাধারণ চলিত বাংলা।
তসবির চলচ্চিত্র উৎসবের সহপ্রতিষ্ঠাতা রিতা মেহের বলেন, “৯/১১–এর পর যুক্তরাষ্ট্রে মুসলিম ও দক্ষিণ এশীয়দের নিয়ে যে ভুল ধারণা তৈরি হয়েছিল, সেটি দূর করতেই আমাদের এই উৎসবের সূচনা। এবারের আসরে রাজীদের ‘ইলাইজা’ সেই লক্ষ্যকেই নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে—চলচ্চিত্রটি আমাদের বিচারকদের হৃদয় ছুঁয়েছে।”
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে রাজীদ সিজন বলেন, “‘ইলাইজা’ আসলে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মানুষের গল্প। সিয়াটলে প্রদর্শনের সময় হলভর্তি দর্শকের আবেগ, করতালি আমাকে আপ্লুত করেছে। এই পুরস্কার আমি উৎসর্গ করছি আমার পরিশ্রমী কলাকুশলী দল, যুক্তরাষ্ট্রে ট্যাক্সি মেডেলিয়ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ভাইবোন এবং সমাজে উপেক্ষিত লিঙ্গ-বৈচিত্র্যসম্পন্ন মানুষদের।”
‘ইলাইজা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এজাজ আলম, মিথিলা গাজী এবং দেবজানী ব্যানার্জি। তাদের অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
টিকেট সংগ্রহ করতে এই লিংকে ব্রাউজ করুন:
https://www.genesiscinema.co.uk/event/102812
Genesis Cinema: 93-95 Mile End Rd, Bethnal Green, London E1 4UJ