img

চুনারুঘাটে ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশিত :  ১২:৫০, ২০ ডিসেম্বর ২০২৫

 চুনারুঘাটে ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন স্থান তেলিয়াপাড়া থেকে কাঠের গোড়ার বস্তার আড়ালে কাভার্ড ভ্যানের গোপন বাক্স থেকে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে চোরাচালানি পণ্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহলদল বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে ভারতীয় সীমান্ত থেকে ৫ কিলোমিটার অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে কাঠের গোড়ার বস্তার আড়াল থেকে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি ও শাল জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানের পেছনে একটি গোপন বাক্স তল্লাশি করেও ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘চোরাচালান নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং দেশের অর্থনীতিকেও সুরক্ষিত করছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেট-২: ইলিয়াস আলীর স্ত্রী-ছেলে দুজনেরই মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত :  ১২:১৮, ২৪ ডিসেম্বর ২০২৫

সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, লুনার পাশাপাশি তাঁর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াসও এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তাহসীনা রুশদীর লুনা নিখোঁজ হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর স্ত্রী। ইলিয়াস আলী এই আসনের সাবেক সংসদ সদস্য।

মা-ছেলে দুজনের মনোনয়নপত্র সংগ্রহের তথ্য নিশ্চিত করে বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবি বুধবার সিলেটটুডেকে বলেন, আমার অফিস থেকে এখন পর্যন্ত চার জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে তাহসীনা রুশদীর লুনা এবং আবরার ইলিয়াসও রয়েছেন। তারা ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কেন মা-ছেলে দুজনই মনোনয়নপত্র সংগ্রহ করলেন এ ব্যাপারে তাহসীনা রুশদীর লুনার সাথে মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আর যুক্তরাজ্য প্রবাসী আবরার ইলিয়াসের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে দলীয় সূত্রে জানা গেছে, আইনী জটিলতা এড়াতে মায়ের পাশপাশি ছেলে আববরার মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে । কোন কারণে লুনার মনোনয়নপত্র বাতিল হলে আবরার নির্বাচন করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা।

২০১৮ সালের নির্বাচনেও এই আসন থেকে তাহসিনা রুশদীর লুনা ও আবরার ইলিয়াস মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সেবারও বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হরেয়ছিলো লুনাকে। তবে উচ্চ আদালত থেকে তার মনোনয়ন স্থগিত করায় লুনা নির্বাচনে অংশ নিতে পারেননি। পরে এই আসনে বিএনপি নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রার্থী করা হয় গণফরোমের মোকাব্বির খানকে। তিনি নির্বাচিতও হন।

জানা যায়, ২০১৮ সালের নির্বাচনের আগে সিলেট-২ আসনের মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী এ এম ইয়াহহিয়া চৌধুরী এহিয়ার করা পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে লুনার মনোনয়নপত্র স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত।

রিট আবেদনে ইয়াহহিয়া চৌধুরী অভিযোগ করেছিলেন, ‘আরপিও অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পর সংসদ সদস্যপদে প্রার্থী হওয়ার বিধান রয়েছে। তাহসিনা রুশদীর লুনা ছয় মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নেন’।

প্রসঙ্গত, লুনার স্বামী ও আবরারের বাবা এম ইলিয়াস আলী ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০১০ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী ঢাকার ডিএসও এলাকা থেকে মধ্যরাতে তিনি ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।

সিলেটের খবর এর আরও খবর