img

রোটারি সিলেট সাউথের উদ্যোগে ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা

প্রকাশিত :  ১৪:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮

রোটারি সিলেট সাউথের উদ্যোগে ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা

জনমত রিপোর্ট ।।  রোটারি ক্লাব অব সিলেট সাউথের উদ্যোগে এক ক্যান্সার রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বাদ সন্ধ্যা নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে ক্লাবের সভায় ক্যান্সার রোগীকে এই সহায়তা প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমদ জাবেরের সভাপত্বিতে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. শাহজাহান খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন,
রোটারি তার যাত্রা লগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মানুষের কল্যাণে যা ইতিবাচক তার সবটুকু করছে রোটারি। এরই ধারাবাহিকতায় রোটারি সিলেট সাউথ গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। এভাবে যদি সমাজের বিত্তবান মানুষ তাদের পাশে দাঁড়ায় তবে চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সৌহার্দ্য পূর্ণ সমাজ গঠন করা সম্ভব।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গর্ভনর এইড রোটারিয়ান বদরুজ্জামান, রোটারিয়ান ক্ষমা কান্ত চক্রবর্তী রোটারিয়ান আব্দুল মালিক সুজন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মুহিত, রোটারিয়ান আশরাফুল হক, রোটারিয়ান মোশাহিদ আলী, রোটারিয়ান মো: আলী মঞ্জুর, রোটারিয়ান শামীম আহমদ, রোটারিয়ান শাহ জুনায়েদ আলী, রোটারিয়ান অশোক বর্মন অসীম, রোটারিয়ান গৌরাঙ্গ, হাজি এনামুল ইসলাম প্রমুখ। সভায় ক্যান্সার রোগীকে তার চিকিৎসা সেবার জন্য আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়

img

হবিগঞ্জে হাওর থেকে স্কুল শিক্ষিকা রুপা দাশের মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ১১:৩৩, ১৪ মে ২০২৪

হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চল লাখাইয়ের হাওর থেকে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুপা দাশ (৪০) নামের ওই শিক্ষক ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

রোববার (১২ মে) বিকেলে ঝনঝনিয়া ব্রিজের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। রুপা দাশ লাখাই মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষক অজয় চন্দ্র দাশের স্ত্রী।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, ভবানীপুরের হাওরে ঝনঝনিয়া ব্রিজের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রুপা দাশের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন, চেক বইয়ের পাতা ও ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। তার কাছে বিষের দুটি বোতলও পাওয়া গেছে। একটি খালি এবং অপরটিতে বিষ রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।