img

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

প্রকাশিত :  ১৯:০৫, ০১ অক্টোবর ২০১৯

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার। পূর্ব লন্ডনের মেনরপার্কস্থ একটি হলে আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টিরা অংশনেন।

সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম বাবুর পরিচালনায় সভায় বিগত বছরের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার সৈয়দ জামিল। সভায় জানানো হয় গত দুই বছরে এই সংগঠনের ফান্ডে প্রায় ৩৫ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়েছে। আগামীতে ১০০ হাজার পাউন্ডের তহবিল সংগ্রহে কাজ করবে নতুন কমিটি। সভায় বক্তারা বলেন, এই সংস্থার মাধ্যমে জগন্নাথপুরে হত দরিদ্রদের মধ্যে রিক্সা বিতরন, বন্যার্থদের মধ্যে ত্রান বিতরনসহ একাদিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির। সভার দ্বিপর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, একাউন্টটেন্ট আবুল হায়াত নুরুজ্জামান।

এতে একটি প্যানেল জমাপড়লে বর্তমান সভাপতি মুজিবুর রহমান মুজিবকে সভাপতি, শফিউল আলম বাবুকে সাধারণ সম্পাদক সৈয়দ জামিলকে ট্রেজারার নির্বাচিত ঘোষনা করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলার তফজ্জুল হোসেন, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি আব্দুল আলী রউফ, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি সাজ্জাদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদ, কমিউনিটি নেতা মন্তাজ আলী, আলহাজ্ব ইলিয়াছ আলী, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সালেহ আহমদ চৌধুরী আলফু, জিল্লুর রহমান জিলু, তারিফ আহমদ, জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আব্দুল হালিম, সৈয়দপুর যুব কল্যান পরিষদের সাবেক সভাপতি সৈয়দ সাদেক আহমদ, সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, শামীম আহমদ, শাহ শাহিদুর রহমান, ফারুক মিয়া, মুমিন খান, গোলাম কিবরিয়া চুনু, হাবিবুর রহমান হাবিব, আব্দাল মিয়া, চন্দন মিয়া, সৈয়দ হামজা মিয়া, সৈয়দ আশফাক আহমেদ, আব্দুল মান্নান বসির লুতফুর, হফজ্জুল হোসেন, সুহেল আহমদ, শেখ রেজওয়ান, আবুল হোসেন, আব্দুল মুমিন, নূরুল আমিন হায়দার, আলমগীর হোসেন, নাসির উদ্দীন, এনামুল ইসলাম, আবুল খায়ের, আলহাজ্ব আনোয়ার আলী, ফয়জুর রহমান চৌধুরী, হাসনাত আহমদ চুন্নু, ছায়াদুর রহমান, হারুনুজ্জামান, আবু তাহের আজিজ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুহেল আহমদ।

প্রেস বিজ্ঞপ্তি 


কমিউনিটি এর আরও খবর

img

মৌলভীবাজার জেলা সাবেক ছাত্রলীগের রিইউনিয়ন কমিটি ইউকের সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১২:২৯, ১৪ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৪৮, ১৪ মে ২০২৪

ব্রিটেনের বসবাসকারী মৌলভীবাজার জেলার প্রাক্তন ছাত্রলীগের নেতাকর্মীদের আত্মার আত্মীয়তা ও প্রাণের সেতুববন্ধন অটুট রাখা ও  সবাইকে ঐক্যের বন্ধনে একটি প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কাজ করার দীপ্ত শপথে গঠিত মৌলভীবাজার সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের রিইউনিয়ন কমিটি ইউকের এক গুরুত্বপূর্ণ  সভা গত ১২ই মে ২০২৪ই,পুর্ব লন্ডনের  ইমপ্রেশন ইভেন্টে বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রলীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। 

রিইউনিয়ন কমিটির আহবায়ক, মৌলভীবাজার জেলার সাবেক তুখোড় ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিইউনিয়ন কমিটির সদস্য সচিব রুহুল আমীন রুহেল এর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী আকিল আহমদ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, কমিউনিটি লিডার মোস্তফা কামাল বাবলু, আব্দুর রশিদ কাজল, নজরুল ইসলাম অকিব, মুহিবুর রহমান খসরু, খয়রুল রব মুকুল, ইকবাল আহমদ, আব্দুল বাছিত, সেলিম আহমদ, শেখ আব্দুর রউফ ,মোহিদুর রহমান, দিলু মিয়া, জয়নাল আহমদ, সেলিম আহমদ, কাউন্সিলার কাবিদ আহমদ,রাধা কান্ত ধর, শাহ শাফি কাদির, জয়নাল ইসলাম, মোয়াইমিন আহমদ, দেওয়ান ফাহিম আহমদ চৌধুরী ,আমিনুল ইসলাম বেলাল, মোহাম্মদ আজিজুল আম্বিয়া, আমজাদ হোসেন সানি, এস এম দোলাল আহমদ ও রাসেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। 

সভায় সর্বসম্মতিক্রমে সামারের মধ্যে রিইউনিয়ন এর  সভা অনুষ্টান করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩রা জুন সন্বা ৬.০০ ঘটিকার সময় পূর্ব লন্ডনে প্রস্তুতি সভায় রিইউনিয়ন কমিটির সভা করার সিদ্বাস্ত গূহিত হয়। এবং বিস্তারিত কর্মসূচি চুড়ান্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি


কমিউনিটি এর আরও খবর