img

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত: দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস

প্রকাশিত :  ১৮:৩৫, ১৯ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত: দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে; তবে এ বিষয়ে দেশটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না—এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, ভারত ও বাংলাদেশের উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সচেতন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। ফলে এই পরিস্থিতি মূল্যায়নে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটতে পারে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।

হাইকমিশন জোর দিয়ে জানায়, বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে ভারত সতর্ক দৃষ্টি রাখলেও দেশটি তার প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না।

প্রসঙ্গত, নয়াদিল্লিকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের সদস্যদের আশ্রয় দিয়ে আসছে ভারত।

img

ছাতক থেকে আ. লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশিত :  ১০:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৫

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ছাতক থানা এলাকা থেকে গ্রেপ্তার দেখিয়ে তাদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাতক উপজেলার ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে শামীম আহমদ (৫৪)। তিনি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। অপর দু’জন হলেন ১৩নং ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের শাবাজ মিয়ার ছেলে মো. রুমেল আহমদ (৩০), যিনি ভাতগাঁও ইউনিয়ন পরিষদ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই উপজেলার পাথারীপুর গ্রামের কাফরুল মিয়ার ছেলে কাজল মিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি, সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং বিশেষ ক্ষমতা আইনের আওতায় একাধিক অভিযোগ রয়েছে। ছাতক থানায় দায়েরকৃত এফআইআর নং–২৮, জি.আর. নং–২১৬ (তারিখ: ২২ জুলাই ২০২৫) অনুযায়ী The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫০ ধারায় দায়ের হওয়া মামলার তদন্তে তাদের আসামি হিসেবে শনাক্ত করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তিনজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছেন।

জাতীয় এর আরও খবর