img

টাওয়ার হ্যামলেটসে চলছে ব্রিটিশ বাংলাদেশী শিল্পীদের চিত্র প্রদর্শনী

প্রকাশিত :  ১৭:৫৯, ০২ সেপ্টেম্বর ২০২৫

টাওয়ার হ্যামলেটসে চলছে ব্রিটিশ বাংলাদেশী শিল্পীদের চিত্র প্রদর্শনী

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে প্রদর্শিত হচ্ছে ব্রিটিশ বাংলাদেশী শিল্পীদের নিয়ে চিত্র প্রদর্শনী। গত  ২৫ আগস্ট শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের স্পিটালফিল্ডস্ স্টুডিওতে আয়োজিত চিত্র প্রদর্শনীর প্রথম দিনে উল্লেখযোগ্য সংখ্যক চিত্রশিল্পী ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।

শিল্পী এমডি ফখরুজ্জামান জামানের পরিচালনায় চিত্র প্রদর্শনীর উদ্বোধনী উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর এডুকেশন কাউন্সিলর মাইয়ুম তালুকদার, উদীচী শিল্পী গোষ্ঠী ইউকে-র প্রেসিডেন্ট গোলাম মোস্তফা, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভুত শিল্পীদের একটি প্লাটফর্ম গঠন এবং তাদের আঁকা শিল্পকর্মকে তুলে ধরতে এই প্রয়াস। এতে করে শিল্পীদের মধ্যে যেমন বন্ধন দৃঢ় হবে তেমনি তাদের শিল্পকর্ম বিকাশে সহায়ক হবে।“” ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা করেন তাঁরা।

এবারের প্রদর্শনীতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ৪০ জন শিল্পী অংশ নিয়েছেন এবং তাদের ১২৩টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার অংশগ্রহণকারী শিল্পীদেরকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি বলেন, “টাওয়ার হ্যামলেটস সকল পেশার মানুষদের জন্য উন্মুক্ত। এটি খুবই ভালো একটি সুযোগ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার।” শিশুদেরকেও এতে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে টাউন হলে এই ধরনের আয়োজনের আশ্বাস প্রদান করেন।

কমিউনিটি এর আরও খবর

img

ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

প্রকাশিত :  ১৪:০৯, ১১ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:২৮, ১১ সেপ্টেম্বর ২০২৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন মারা গেছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মোট ৩ জন মারা গেছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৪৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১০৯ জন ছাড়াও ঢাকা বিভাগে ১০৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩, চট্টগ্রাম বিভাগে ৫৮, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৫ জন মারা গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৭৪ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২১ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছে।

কমিউনিটি এর আরও খবর