img

নূরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা ও সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানাল জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে

প্রকাশিত :  ০৮:৪৬, ০৪ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:৪৭, ০৪ সেপ্টেম্বর ২০২৫

নূরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা ও সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানাল জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে

লন্ডন, যুক্তরাজ্য : জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ এবং সেক্রেটারী মাওলানা সৈয়দ নাঈম আহমদ এক যৌথ বিবৃতিতে গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এই হামলাকে দেশের চলমান গণতান্ত্রিক পরিবেশ, শান্তি ও স্থিতিশীলতাকে নষ্ট করার পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের মধ্যে ভয়, আতঙ্ক এবং দমননীতির সংস্কৃতি কখনোই গ্রহণযোগ্য নয়। এমন নৃশংস হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের ওপর সরাসরি আঘাত। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে, এই ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত দ্রুত নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশে ফ্যাসিবাদের দোসররা বারবার জনমত বিভ্রান্ত করতে এবং জাতিকে অরাজকতার দিকে ঠেলে দিতে ষড়যন্ত্র করছে। এ ধরনের গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সরকারের নৈতিক ও সামাজিক দায়িত্ব। অন্যথায়, দেশের মানুষ আবারও বিশৃঙ্খলা ও অস্থিরতার শিকার হবে।

ইউকে জমিয়তের শীর্ষ নেতারা উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, অবিচার ও অশান্তির বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। তারা বলেন, নতুন ইস্যু তৈরি করে সমাজকে বিভক্ত করার চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সামাজিক শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণ যাতে অরাজকতা ও সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।


কমিউনিটি এর আরও খবর

img

ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

প্রকাশিত :  ১৪:০৯, ১১ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:২৮, ১১ সেপ্টেম্বর ২০২৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন মারা গেছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মোট ৩ জন মারা গেছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৪৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১০৯ জন ছাড়াও ঢাকা বিভাগে ১০৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩, চট্টগ্রাম বিভাগে ৫৮, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৫ জন মারা গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৭৪ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২১ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছে।

কমিউনিটি এর আরও খবর