
নূরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা ও সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানাল জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে

লন্ডন, যুক্তরাজ্য : জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ এবং সেক্রেটারী মাওলানা সৈয়দ নাঈম আহমদ এক যৌথ বিবৃতিতে গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এই হামলাকে দেশের চলমান গণতান্ত্রিক পরিবেশ, শান্তি ও স্থিতিশীলতাকে নষ্ট করার পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের মধ্যে ভয়, আতঙ্ক এবং দমননীতির সংস্কৃতি কখনোই গ্রহণযোগ্য নয়। এমন নৃশংস হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের ওপর সরাসরি আঘাত। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে, এই ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত দ্রুত নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশে ফ্যাসিবাদের দোসররা বারবার জনমত বিভ্রান্ত করতে এবং জাতিকে অরাজকতার দিকে ঠেলে দিতে ষড়যন্ত্র করছে। এ ধরনের গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সরকারের নৈতিক ও সামাজিক দায়িত্ব। অন্যথায়, দেশের মানুষ আবারও বিশৃঙ্খলা ও অস্থিরতার শিকার হবে।
ইউকে জমিয়তের শীর্ষ নেতারা উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, অবিচার ও অশান্তির বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। তারা বলেন, নতুন ইস্যু তৈরি করে সমাজকে বিভক্ত করার চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সামাজিক শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণ যাতে অরাজকতা ও সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।