img

ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, একজন পলাতক: সেনাসদর

প্রকাশিত :  ১৬:১৬, ১১ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৬:২৪, ১১ অক্টোবর ২০২৫

ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, একজন পলাতক: সেনাসদর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি হওয়া ওয়ারেন্টের প্রেক্ষিতে ১৫ জন চাকরিতে থাকা সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। এদের মধ্যে একজন এলপিআরে অবস্থান করছেন, আরেক কর্মকর্তা পলাতক রয়েছে বলে জানিয়েছে সেনাসদর।

আজ শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি বলেন,  ‘অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, ‘গুমের মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাদের ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাসদর।’

তিনি আরও বলেন, 'তিন মামলায় ২৫ সেনা কর্মকর্তাকে আসামি করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এরমধ্যে ৯ জন অবসরে রয়েছেন, একজন এলপিআরে। বাকি ১৫ জন সেনাবাহিনীতে কর্মরত। মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে কর্মরত ১৫ জন এবং এলপিআরে থাকা একজন সেনা কষ্ট দিতে আসেন।'

মো. হাকিমুজ্জামান জানান, মেজর জেনারেল কবির আহমেদ গত ৯ অক্টোবর আইনজীবীর সঙ্গে পরামর্শ করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। তিনি সেনা সদরের জয়েনও করেননি। বিভিন্ন বন্দর ও এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে, যাতে কেউ দেশত্যাগ করতে না পারেন। 

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, 'বিষয়টি প্রক্রিয়াধীন, তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।'

মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী চায় গুম ও খুনের মত মানবতাবিরোধী অপরাধের সঠিক বিচার হোক। সেনাবাহিনী চায় ইনসাফ। ন্যায়বিচার বা ইনসাফের প্রশ্নে সেনাবাহিনী আপসহীন। তবে অফিসিয়ালি এখনও চার্জশিটের কপি সেনাবাহিনী হাতে পায়নি। নোটিশ দেওয়ার পরও মেজর জেনারেল কবির নামে একজন সেনা কর্মকর্তা সাড়া দেননি। তার বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে চার্জশিটের কপি পেলে আমরা কার কি অপরাধ তা খতিয়ে দেখব।'


জাতীয় এর আরও খবর

img

আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ উপলক্ষে ক্যারল ও দিপককে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত :  ০৬:৩৮, ১৯ অক্টোবর ২০২৫

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ উপলক্ষে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শনিবার স্থানীয় সময় গভীর রাতে বার্সেলোনায় পৌঁছালে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, ভাইস প্রেসিডেন্ট অলি উদ্দিন শামিম, এবং চীপ ট্রেজারার রফিকুল হায়দারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী  ক্যারল ও আব্দুল অদুদ দিপককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন স্পেন শাখার সভাপতি আমিন আলী রফিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাব্বির, কার্যনির্বাহী কমিটির সদস্য জসিম উদ্দিনসহ অন্যান্য সিনিয়র সদস্য ও প্রবাসী নেতৃবৃন্দ।

অতিথিরা বলেন, “এই উৎসব হবে জালালাবাদবাসীর এক মিলনমেলা, যেখানে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করবেন।”

নেতৃবৃন্দ জানান, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক উৎসব শুধুমাত্র বিনোদনের নয়, এটি প্রবাসীদের ঐক্য, সম্মিলিত শক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

তারা আশা প্রকাশ করেন যে আগত “জালালাবাদ উৎসব ২০২৫” সফলভাবে সম্পন্ন হবে এবং এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধুত্ব ও ঐক্যের সেতুবন্ধন তৈরি করবে।

জালালাবাদ এসোসিয়েশন: ঐক্যের বন্ধনে প্রবাসীদের মিলনমেলা।

জাতীয় এর আরও খবর