img

আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ উপলক্ষে ক্যারল ও দিপককে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত :  ০৬:৩৮, ১৯ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ উপলক্ষে ক্যারল ও দিপককে ফুলেল শুভেচ্ছা

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ উপলক্ষে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শনিবার স্থানীয় সময় গভীর রাতে বার্সেলোনায় পৌঁছালে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, ভাইস প্রেসিডেন্ট অলি উদ্দিন শামিম, এবং চীপ ট্রেজারার রফিকুল হায়দারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী  ক্যারল ও আব্দুল অদুদ দিপককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন স্পেন শাখার সভাপতি আমিন আলী রফিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাব্বির, কার্যনির্বাহী কমিটির সদস্য জসিম উদ্দিনসহ অন্যান্য সিনিয়র সদস্য ও প্রবাসী নেতৃবৃন্দ।

অতিথিরা বলেন, “এই উৎসব হবে জালালাবাদবাসীর এক মিলনমেলা, যেখানে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করবেন।”

নেতৃবৃন্দ জানান, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক উৎসব শুধুমাত্র বিনোদনের নয়, এটি প্রবাসীদের ঐক্য, সম্মিলিত শক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

তারা আশা প্রকাশ করেন যে আগত “জালালাবাদ উৎসব ২০২৫” সফলভাবে সম্পন্ন হবে এবং এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধুত্ব ও ঐক্যের সেতুবন্ধন তৈরি করবে।

জালালাবাদ এসোসিয়েশন: ঐক্যের বন্ধনে প্রবাসীদের মিলনমেলা।

img

৫ মামলায় জামিন চাইলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রকাশিত :  ০৬:৫৪, ২০ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:২৯, ২০ অক্টোবর ২০২৫

জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ ৫ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

আজ সোমবার (২০ অক্টোবর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাগুলো শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

এর আগে রোববার (১৯ অক্টোবর) সাবেক এই প্রধান বিচারপতির আইনজীবী আদালতের সংশ্লিষ্ট শাখায় ৫ মামলায় তার জামিন চেয়ে আবেদন করেন।

হত্যা মামলার জামিন চেয়ে করা আবেদনে বলা হয়, যে তারিখে হত্যার ঘটনা দেখানো হয়েছে, সেদিন পর্যন্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। আর এই পদে থাকাবস্থায় তিনি পুলিশ প্রোটোকল ছাড়া কোথাও যাননি। পুলিশের মুভমেন্ট ডায়েরি অনুযায়ী তিনি সেদিন বাড়িতে ছিলেন।

অন্যদিকে দুর্নীতির মামলার জামিন আবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলায় রাজউকের পূর্বাচল প্লটের জন্য সময়মতো কিস্তি না দিয়ে ৪ লাখ ৭৪ হাজার ২৩০ টাকা সুদ মওকুফের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সুদ মওকুফের জন্য আবেদন করেননি। এছাড়াও সুদ মওকুফ আইনি বিষয়, এটি ফৌজদারি অপরাধ নয়।

গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গত বছরের ২৫ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। পরে আরো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত ১১ আগস্ট হাইকোর্টের অপর একটি বেঞ্চে জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি  এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

জাতীয় এর আরও খবর