img

বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্তদের ৩ দিন অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফ

প্রকাশিত :  ০৮:৫৭, ১৯ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১০:৫৩, ১৯ অক্টোবর ২০২৫

বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্তদের ৩ দিন অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের স্বার্থে আগামী তিনদিন অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সব চার্জ মওকুফ করা হয়েছে।

আজ রোববার (১৯ অক্টোবর) শাহজালাল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখেই অনুসন্ধান চলছে। এখানে কারও কোনো ব‍্যত্যয় আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যত ধরনের অভিযোগ রয়েছে, সব আমলে নিয়েই তদন্ত চলছে।

তিনি বলেন, কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী তিন দিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হয়েছে।

শেখ বশিরউদ্দীন বলেন, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় গতকাল রাত পৌনে ৯টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, তা জানতে অ্যাসেসমেন্ট চলছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে আজ বিকেল সাড়ে ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে।

বিজিএমইএ জানিয়েছে, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এখন থেকে শুক্র ও শনিবার আমদানি পণ্য ছাড় করা যাবে। ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য ছাড় করা যাবে। বিকল্প হিসেবে থার্ড টার্মিনালে আমদানি করা পণ্য রাখা হবে।

জাতীয় এর আরও খবর

img

আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা

প্রকাশিত :  ১২:২১, ১৯ অক্টোবর ২০২৫

বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য এমপিওভুক্ত শিক্ষকরা আজ রবিবার ভুখা মিছিল করেছেন। পুলিশের বাধার কারণে তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান। শিক্ষকরা ঘোষণা করেছেন, বেতন ও বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে তারা আমরণ অনশনে বসবেন।

শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘আগামীকাল থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচিতে যাচ্চি।

এ ছাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আজ ৫ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি।’

তিনি আরো বলেন, ‘যখন বাড়িভাড়া ২০ শতাংশ, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করবে, তখনই চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেণি কার্যক্রমে ফিরে যাব না।

শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করেছে সরকার। রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে। যদিও সরকারের এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা।

জাতীয় এর আরও খবর