img

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে আজ রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত :  ০৬:০১, ১২ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:০৯, ১২ অক্টোবর ২০২৫

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে আজ রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল আয়োজনে অংশ নিতে আজ রবিবার ইতালির রোমে যাচ্ছেন । প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন।

সফরসূচি অনুযায়ী মুহাম্মদ ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্র হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যত্ নিয়ে মতবিনিময় করেন। চলতি বছরের ফোরামটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১৫ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

img

আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা

প্রকাশিত :  ১২:২১, ১৯ অক্টোবর ২০২৫

বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য এমপিওভুক্ত শিক্ষকরা আজ রবিবার ভুখা মিছিল করেছেন। পুলিশের বাধার কারণে তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান। শিক্ষকরা ঘোষণা করেছেন, বেতন ও বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে তারা আমরণ অনশনে বসবেন।

শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘আগামীকাল থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচিতে যাচ্চি।

এ ছাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আজ ৫ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি।’

তিনি আরো বলেন, ‘যখন বাড়িভাড়া ২০ শতাংশ, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করবে, তখনই চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেণি কার্যক্রমে ফিরে যাব না।

শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করেছে সরকার। রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে। যদিও সরকারের এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা।

জাতীয় এর আরও খবর