img

‘জামিন হওয়ার পর এক ক্লিকেই আদেশ চলে যাবে কারাগারে

প্রকাশিত :  ০৬:০৯, ১৪ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:২৮, ১৪ অক্টোবর ২০২৫

‘জামিন হওয়ার পর এক ক্লিকেই আদেশ চলে যাবে কারাগারে

জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি বেসরকারি চ্যানেলকে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এখন থেকে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে। এর আগে ১২ টা ধাপে কারাগারে বেইল বন্ড যেতো। এখন থেকে বেইল বন্ড অনলাইনে যাবে। সাধারণত মানুষের হয়রানি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

img

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার

প্রকাশিত :  ১৪:১৪, ২০ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:২০, ২০ অক্টোবর ২০২৫

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (২০ অক্টোবর) বিকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তারা বিভিন্ন জায়গায় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।’

তবে বিমানভাড়া কমানোর বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘বিমানভাড়া তো প্রতিযোগিতার বিষয়, তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কমানো হলে অন্যান্য এয়ারলাইনসও ভাড়া কমাবে।’

এ সময় স্বরাষ্ট উপদেষ্টা জানান, শিগগিরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে। পাসপোর্ট দেখিয়েই যেন যাত্রীরা ঢুকে যেতে পারেন।

জাতীয় এর আরও খবর