img

সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, যা জানালেন চিফ প্রসিকিউটর

প্রকাশিত :  ০৬:৪৯, ২২ অক্টোবর ২০২৫

সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, যা জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় হেফাজতে থাকা সাবেক ও কর্মরত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন । তবে তাদের কোন কারাগারে রাখা হবে, সেটা কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে রাখার নির্দেশ দেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, সেনা কর্মকর্তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবে— অর্থাৎ কোন জেলে রাখবে, কোন সাব-জেলে রাখবে, ঢাকায় রাখবে না চট্টগ্রামে পাঠাবে, না অন্য কোথাও রাখবে। এ সিদ্ধান্ত যথাযথ কারা কর্তৃপক্ষের— অর্থাৎ সরকারের।

তিনি বলেন, আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেওয়া।

কাস্টডিটা মেইনটেন করে রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদের কোন কারাগারে রাখবে, সেটা তারাই নির্ধারণ করবে।

চিফ প্রসিকিউটর বলেন, কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কী পদ্ধতিতে আদালতে হাজির করবে, এটা কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমাদের কিছুই বলার নেই।


img

দুর্ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশিত :  ১৯:৪৩, ২২ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:৫৬, ২২ অক্টোবর ২০২৫

গাজীপুরে সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। প্রায় দুই ঘণ্টা ধরে ব্যাস্ততম সড়কটি বন্ধ থাকায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। 

আজ বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় এক পথচারীকে বাসচাপা দেয়। এতে তার দুটি পা থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে এবং মহাসড়কের সব গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিক্ষুদ্ধ জনতার দাবি, মহাসড়ক পারাপারের জায়গা নেই। যার কারণে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে। এর প্রতিকার করতে হবে। বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ দিতে হবে। প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, এ নিয়ে প্রশাসন নিরব।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আশরাফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার জেরে মহাসড়ক অবরোধ করেছে। যান চলাচল বন্ধ রয়েছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।



বাংলাদেশ এর আরও খবর