img

গফরগাঁওয়ের পাগলায় বিএনপি কার্যালয় ভাঙচুর, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি

প্রকাশিত :  ১৮:১৮, ১১ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:৪১, ১১ অক্টোবর ২০২৫

গফরগাঁওয়ের পাগলায় বিএনপি কার্যালয় ভাঙচুর, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ৯নং পাঁচবাগ ইউনিয়নের লামকাইন দরগাতলা বাজারে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। গভীর রাতে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করে একদল দুষ্কৃতকারী সন্ত্রাসী বাহিনী; এরাই আবার অবৈধভাবে নদী থেকে ট্রাকভর্তি বালু উত্তোলন ও পরিবহনে এলাকার রাস্তাঘাটের ধ্বংস সাধন করছে।

স্থানীয় নেতাকর্মীরা জানায়, গত ২৮ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের ছবি নামিয়ে ভাঙচুর করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী অফিস ভাঙচুরের প্রতিবাদে নিজ এলাকায় বিক্ষোভ মিছিল করে।

মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন,  দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম, মামলা-হামলা, বাড়িঘর ভাঙচুর সহ বিভিন্নভাবে অত্যাচারিত হওয়ার পরেও এই সহিংসতা এখন আর বিএনপি দেখতে চায় না।ছবি: দুষ্কৃতকারী ও অবৈধ বালু ব্যবসায়ীদের বালু বহনকারী ভারী ট্রাকের চাপে ধ্বংসপ্রায় এলাকার রাস্তায় জনজীবনের দুর্ভোগ।

এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ পাগলা থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পংকজের রহস্যজনক দায়িত্বহীনতাকে দায়ী করেন। অনেকেই অভিযোগ করে বলেন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ পংকজ দুষ্কৃতিকারীদের অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত। পাগলা থানার ওসিও তার মাধ্যমেই  অনৈতিক সুবিধা গ্রহণ করেন বলে তাদের অভিযোগ রয়েছে।

এ সম্পর্কে জনমত প্রতিনিধির সাথে কথা বলেন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পদক হাসান আল মামুন লিমন। তিনি বলেন, “আমি একমাত্র মনোনয়ন প্রত্যাশী পরিদর্শনকারী। এই দুঃখজনক ঘটনা শোনামাত্র সার্বিক বিষয় খোঁজ নিতে ঘটনাস্থলে ছুটে আসি। জানা যায়, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও পাগলা থানা বিএনপির একজন প্রভাবশালী নেতা এই বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করেন। দুষ্কৃতকারীরা এই নিয়ন্ত্রকদের মদদপুষ্ট হয়ে পাঁচভাগ ইউনিয়নে আমাদের দলীয় অফিস রাতের অন্ধকারে এমনভাবে ভাংচুর করেছে যা বিগত ফেসিস্টদের ১৭ বছরেও হয়নি।ছবি: ভাঙচুরকৃত বিএনপি কার্যালয় পরিদর্শন করছেন সংশ্লিষ্ট এলাকায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পদক হাসান আল মামুন লিমন। 

এই ঘৃন্য ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মীদের মতোই  আমারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি তাৎক্ষণিক পার্টি অফিস পরিদর্শনে গেলে অফিসে ঢুকার সাথেই আকস্মিকভাবে বিদ্যুৎ চলে যায়, যেন ভিডিও বা ছবি উঠানো না যায়। তখন দেখা যায়, আমাদের আদর্শিক পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের জননী খালেদা জিয়া, আমার অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাঙচুরকৃত ছবি অফিসের মেঝেতে পড়ে আছে।ছবি: নদীর ভারসাম্য নষ্ট করে বালু উত্তোলন শেষে তা বহনকারী যন্ত্রদানবের মাধ্যমে জনচলাচলের একমাত্র সড়ককে ধ্বংস করে দেয়া হচ্ছে।

স্থানীয় নেতাদের বক্তব্য ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে এটা সুস্পষ্ট যে, পাঁচবাগ ইউনিয়নের এ নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলনের ব্যবসায় আধিপত্য বিস্তারের জের ধরেই পার্টি অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। আমি তখনই সবার সামনে অঙ্গীকার ব্যক্ত করি যে, এই ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারাই জড়িত সবার মুখোশ উন্মোচন করা হবে। যার ধারাবাহিকতায় আমি ব্যক্তিগত উদ্যোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। পরবর্তীতে কার নেতৃত্বে রাত তিনটায় ভাংচুরের ঘটনা ঘটেছে এবং পাগলা থানার কোন কোন কর্মকর্তা অবৈধ বালুর ব্যবসায় মাসোহারা নেন তাদের সবার নাম ছবি সংবলিত প্রকাশ করা হবে।” 

এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট এলাকার সচেতন জনগণ অনতিবিলম্বে দুষ্কৃতিকারী আওয়ামী ফ্যাসিস্ট দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি এবং এসব সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের দলীয় সকল পদ-পদবি থেকে বহিষ্কার করে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।



img

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

প্রকাশিত :  ১৩:১২, ১২ অক্টোবর ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। একই সময়ে আক্রান্ত হয়ে ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩০ জনে দাঁড়িয়েছে।

রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।