img

উখিয়া সীমান্তের ওপারে রাতে গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

প্রকাশিত :  ০৬:১৮, ১০ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৫০, ১০ অক্টোবর ২০২৫

উখিয়া সীমান্তের ওপারে রাতে গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়া রহমতবিল সীমান্তের ওপার থেকে আবার গোলাগুলির শব্দ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত পালংখালী সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়। এ ঘটনায় মো. ইয়াসের নামে এক রোহিঙ্গা যুবক মিয়ানমায় থেকে আসা গুলিতে আহত হয়েছেন। তিনি উখিয়া ১২ নম্বর ক্যাম্পের বাসিন্দা।  আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরসার মধ্য এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মিয়ানমারে চলমান সংঘাতে এপারের বাসিন্দারা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন জানিয়ে উখিয়ার পলাংখালীর ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমারের ওপারে রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপদের সঙ্গে আরাকান আর্মিদের মধ্য ব্যাপক গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে মিয়ানমার থেকে আসা গুলিতে ক্যাম্পের এক রোহিঙ্গা আহত হয়েছে।  

এদিকে গুলির শব্দের ঘটনায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।

উখিয়ার স্থানীয় বাসিন্দা মো. শামীম বলেন, সীমান্তের কাছে মিয়ানমার সীমান্তে চলমান গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। রাত ২টার পর এই গোলাগুলি থেমেছে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর এ ধরনের গোলাগুলির শব্দ পাওয়া গেল। এ ঘটনায় পুরো সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। 

বাংলাদেশ এর আরও খবর

img

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

প্রকাশিত :  ১৩:১২, ১২ অক্টোবর ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। একই সময়ে আক্রান্ত হয়ে ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩০ জনে দাঁড়িয়েছে।

রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।