img

সূত্রাপুর থানা ৪৪ নং ওয়ার্ড বিএনপি’র ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ

প্রকাশিত :  ২০:২৫, ১০ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৪২, ১১ অক্টোবর ২০২৫

সূত্রাপুর থানা ৪৪ নং ওয়ার্ড বিএনপি’র ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ
‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ এই স্লোগানকে উপজীব্য করে ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানা ৪৪ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণা, বিশাল মিছিল ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সূত্রাপুর থানা বিএনপির আহবায়ক মো. আজিজুল ইসলাম এবং ১ম যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লার নির্দেশনা ও সার্বিক তত্বাবধানে, ৪৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপের নেতৃত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী প্রচারণায় সমগ্র এলাকা মুখরিত হয়ে উঠে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী এই মিছিলটি ৪৪ নংওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষীণ করে, যেখানে অংশ নেন শতাধিক নেতা-কর্মী ও জাতীয়তাবাদী মতাদর্শে অনুরাগী স্বতঃস্ফূর্ত হাজারো স্থানীয় জনতা। 

মিছিল পরবর্তী পথসভায় বক্তৃতাকালে সূত্রাপুর থানা বিএনপির আহবায়ক আজিজুল ইসলাম বলেন, “ধানের শীষ মানে মানুষের মুক্তির আহ্বান, ন্যায়ের প্রতীক। এজন্য সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবে স্বাধীনতার জন্য আমরা এক হয়েছিলাম, ঠিক সেভাবেই আজ গণতন্ত্রের জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়, গণমানুষের বিজয়। ইনশাআল্লাহ, ঐক্য ও সাহস থাকলে বিজয় আমাদের হবেই।”

তিনি আরো বলেন,  “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি বাংলাদেশের মানুষের আশা, অধিকার ও মুক্তির প্রতিচ্ছবি। এই প্রতীকের মাধ্যমে জনগণ তাদের গণতন্ত্র, ভোটাধিকার ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। তাই আমাদের একমাত্র লক্ষ্য— ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের সেই হারানো অধিকার পুনরুদ্ধার করা।”

সূত্রাপুর থানা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা তার বক্তৃতায় বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এটাই আমাদের প্রত্যাশা।
ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়। গণতন্ত্রের জন্য সবাইকে এক কাতারে আসতে হবে।”

মিছিলে আরও অংশ নেন ৪৪, ৪৩, ৪২ নং ওয়ার্ড বিএনপি ও ৪৪ নং ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল ও কৃষক দলসহ সাধারণ জনগণ।

বাংলাদেশ এর আরও খবর

img

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

প্রকাশিত :  ১৩:১২, ১২ অক্টোবর ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। একই সময়ে আক্রান্ত হয়ে ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩০ জনে দাঁড়িয়েছে।

রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।