আমার এই লেখাটির শিরোনাম হচ্ছে ''বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং জনমত''। আমার সৌভাগ্য, বঙ্গবন্ধুর সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছিলাম। মুক্তিযুদ্ধেও একজন কলমযোদ্ধা হয়েছিলাম। আর জনমত? বিলাতের এই সাপ্তাহিক পত্রিকাটিতে লিখছি আজ চল্লিশ বছরের বেশি সেময়। পত্রিকাটি বঙ্গবন্ধুর আশীর্বাদ লাভ করেছিলো। ইউরোপে মুক্তিযুদ্ধের একমাত্র মুখপত্র ছিলো। স্বাধীনতার দীর্ঘ প্রায় ৫০ বছর পর বিলাতে বাংলা মিডিয়ায় যখন মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী চক্র এবং জামাতিরা অর্থের জোরে প্রাধান্য বিস্তার করেছে, তখন 'জনমত'ই একমাত্র পত্রিকা, যেখানে তারা প্রভাব বিস্তার করতে পারেনি।