img

মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী

প্রকাশিত :  ০৮:৫৯, ০৬ মে ২০২৫

মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতাকে আইন বিভাগের শিক্ষিকা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

মৌমিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন-৪৫ ব্যাচের শিক্ষার্থী। তিনি ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ছিলেন। জুলাই আন্দোলনে মিরপুরে বিইউপি শিক্ষার্থীদের নেতৃত্বে সর্বপ্রথম আন্দোলন হয়। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মীর মুগ্ধ ও আইন বিভাগের জোবায়ের শহিদ হন। 

সাবেক ছাত্রলীগ নেত্রী মৌমিতার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিইউপি ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা চলছে। ফেসবুকে এনসিপির নেতাসহ বিইউপির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সোমবার এনসিপির সংগঠক ও বিইউপির সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আল মনসুর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ৫ আগস্ট এ দেশের জনগণ রায় দিয়েছিল এ দেশে কোনো লীগের অস্তিত্ব থাকবে না। কিন্তু দুঃখের বিষয় হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতাকে পুনর্বাসন করা হয়েছে বিইউপির আইন বিভাগের শিক্ষক হিসাবে।


img

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত :  ১৮:১৮, ১৮ জুন ২০২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএস পরীক্ষার লিখিত অংশের ফলাফল প্রকাশ করেছে। আজ বুধবার (১৮ জুন)  রাতে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এই ফল প্রকাশ করা হয়। 

এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন।

পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪।

শিক্ষা এর আরও খবর