img

বিদেশি বিনিয়োগ বেড়েছে তালিকাভুক্ত ৬ কোম্পানির, কমেছে ১১টির

প্রকাশিত :  ১৯:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বিদেশি বিনিয়োগ বেড়েছে তালিকাভুক্ত ৬ কোম্পানির, কমেছে ১১টির

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানিতে গত আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, অপরদিকে কমেছে ১১টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানিতে বেড়েছে বিদেশি  বিনিয়োগ:

১. ব্র্যাক ব্যাংক: এই ব্যাংক বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে। জুলাই মাসের ৩৫.৫০ শতাংশ থেকে বিদেশি শেয়ারের পরিমাণ বেড়ে আগস্টে ৩৬.০৬ শতাংশে পৌঁছেছে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

২. সিটি ব্যাংক: সিটি ব্যাংকেও বিদেশি বিনিয়োগ জুলাই মাসের ৬.৬৪ শতাংশ থেকে বেড়ে ৬.৭৭ শতাংশ হয়েছে। এই ব্যাংকটিও ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

৩. আইডিএলসি: জুলাইয়ে ১.৫১ শতাংশ বিদেশি বিনিয়োগ ছিল, যা আগস্টে বেড়ে ১.৭২ শতাংশে দাঁড়িয়েছে। আইডিএলসি ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

৪. সামিট অ্যালায়েন্স: পোর্ট: জুলাই মাসে ৩.৯৪ শতাংশ বিদেশি বিনিয়োগ আগস্টে ৪.০৬ শতাংশে উন্নীত হয়েছে। কোম্পানিটি সর্বশেষ অর্থবছরে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

৫. সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ: এই কোম্পানিতে বিদেশি বিনিয়োগ জুলাইয়ে ০.০ শতাংশ থেকে আগস্টে ০.১৫ শতাংশে বৃদ্ধি পেয়েছে। সিনোবাংলা ১০ শতাংশ ক্যাশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

৬. তাল্লু স্পিনিং: তাল্লু স্পিনিংয়ে বিদেশি বিনিয়োগ জুলাইয়ের ০.২২ শতাংশ থেকে বেড়ে আগস্টে ০.৩৫ শতাংশে দাঁড়িয়েছে। কোম্পানিটি ২০১৫ সালের পর আর কোনো ডিভিডেন্ড দেয়নি।

যেসব কোম্পানিতে কমেছে বিদেশি  বিনিয়োগ:

ডিএসই সূত্রে জানা গেছে, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া কোম্পানিগুলো হলো:

১. বিএটিবিসি: বিদেশি বিনিয়োগ (জুলাই): ৩.৭২%

বিদেশি বিনিয়োগ (আগস্ট): ৩.৫৫% (-০.১৭%)

সর্বশেষ ডিভিডেন্ড: ৩০০% ক্যাশ (৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য)

২. বিডি থাই অ্যালুমিনিয়াম: বিদেশি বিনিয়োগ (জুলাই): ১.৩৪%

বিদেশি বিনিয়োগ (আগস্ট): ০.৭৬% (-০.৫৮%)

সর্বশেষ ডিভিডেন্ড: ০.২৫% ক্যাশ (৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য)

৩. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস: বিদেশি বিনিয়োগ (আগস্ট): ০.৭৬% (-০.৫৮%)

সর্বশেষ ডিভিডেন্ড: ০.২৫% ক্যাশ (৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য)

সর্বশেষ ডিভিডেন্ড: ৪০% ক্যাশ (২০২৪ অর্থবছরের জন্য)

৩. বেক্সিমকো ফার্মা:

শেয়ারের সংখ্যা: ৪৪ কোটি ৬১ লাখ ১২ হাজার ৮৯টি

পরিশোধিত মূলধন: ৪৪৬ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা

বিদেশি বিনিয়োগ (জুলাই): ২৭.৫৫%

বিদেশি বিনিয়োগ (আগস্ট): ২৭.৩৪% (-০.২১%)

সর্বশেষ ডিভিডেন্ড: ৪০% ক্যাশ (৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য)

৪. ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক:

শেয়ারের সংখ্যা: ১২০ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৩৭৯টি

পরিশোধিত মূলধন: ১ হাজার ২০৮ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা

বিদেশি বিনিয়োগ (জুলাই): ০.৫৯%

বিদেশি বিনিয়োগ (আগস্ট): ০.৪৪% (-০.১৫%)

সর্বশেষ ডিভিডেন্ড: ৫% ক্যাশ ও ৫% স্টক (৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের জন্য)

৫. এমজেএলবিডি:

শেয়ারের সংখ্যা: ৩১ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ২৭টি

পরিশোধিত মূলধন: ৩১৬ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা

বিদেশি বিনিয়োগ (জুলাই): ২.২৬%

বিদেশি বিনিয়োগ (আগস্ট): ১.৯৬% (-০.৩০%)

সর্বশেষ ডিভিডেন্ড: ৫২% ক্যাশ (৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য)

৬. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ:

শেয়ারের সংখ্যা: ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬টি

পরিশোধিত মূলধন: ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা

বিদেশি বিনিয়োগ (জুলাই): ৩৩.৯৬%

বিদেশি বিনিয়োগ (আগস্ট): ৩৩.৪২% (-০.৫৪%)

সর্বশেষ ডিভিডেন্ড: ১০% ক্যাশ (৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য)

৭. ওয়ান ব্যাংক:

শেয়ারের সংখ্যা: ১০৬ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৮৮৭টি

পরিশোধিত মূলধন: ১ হাজার ৬৫ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা

বিদেশি বিনিয়োগ (জুলাই): ০.৩০%

বিদেশি বিনিয়োগ (আগস্ট): ০.১৫% (-০.১৫%)

সর্বশেষ ডিভিডেন্ড: ৩.৫০% ক্যাশ ও ৩.৫০% স্টক (৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের জন্য)

৮. রেকিট বেনকিজার:

শেয়ারের সংখ্যা: ৪৭ লাখ ২৫ হাজার

পরিশোধিত মূলধন: ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা

বিদেশি বিনিয়োগ (জুলাই): ০.২০%

বিদেশি বিনিয়োগ (আগস্ট): ০.১০% (-০.১০%)

সর্বশেষ ডিভিডেন্ড: ৩৩৩০% ক্যাশ (৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য)

৯. রেনেটা:

শেয়ারের সংখ্যা: ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০টি

পরিশোধিত মূলধন: ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা

বিদেশি বিনিয়োগ (জুলাই): ১৯.৪৩%

বিদেশি বিনিয়োগ (আগস্ট): ১৮.৯১% (-০.৫২%)

সর্বশেষ ডিভিডেন্ড: ৯২% ক্যাশ (৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য)

১০. শেফার্ড ইন্ডাস্ট্রিজ:

শেয়ারের সংখ্যা: ১৫ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪৭৩টি

পরিশোধিত মূলধন: ১৫৪ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা

বিদেশি বিনিয়োগ (জুলাই): ৫.৭৪%

বিদেশি বিনিয়োগ (আগস্ট): ৪.৭৯% (-০.৯৫%)

সর্বশেষ ডিভিডেন্ড: ১% ক্যাশ (৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য)

বাজার বিশ্লেষকরা মনে করছেন, বিদেশি বিনিয়োগ কমা একটি সাময়িক প্রবণতা হতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে অব্যাহত থাকলে তা বাজারের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। সরকারের উচিত বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতি সহায়তা প্রদান এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করা।

img

৫ ব্যাংক একীভূতের প্রস্তাব অনুমোদন, ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে সরকার

প্রকাশিত :  ১৪:১২, ০৯ অক্টোবর ২০২৫

উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে পাঁচটি ব্যাংক একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনা। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া হয়।

বৈঠকের পর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একত্র করে একটি ব্যাংকে রূপান্তরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এ জন্য ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে সরকার। পাশাপাশি উপদেষ্টা পরিষদে ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করে সংশোধনেরও অনুমোদন দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী।

যে পাঁচ ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আগের ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

অর্থনীতি এর আরও খবর