
বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা শেখ জাকারিয়ার জমিয়তে যোগদান

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে শতাব্দী প্রাচীন রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত-এর উদ্যোগে এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৫ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব সৈয়দপুর বাজারস্থ জমিয়ত কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ রশিদ আহমদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম রাজু এবং সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আবিদ আহমদ সরদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সাবেক সহ সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ শামিম আহমদ। প্রধান বক্তা ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তের প্রবীণ নেতা মাওলানা হাফিজ সৈয়দ মঈনুল ইসলাম, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাফিজ আলী আহমদ, সহ সভাপতি মুফতি সৈয়দ শামিম আহমদ, সহ সভাপতি হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ হাবিব ছালেহ, ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি মাওলানা নঈম আহমদ, সহ সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, সহ সভাপতি হাফিজ নব্বির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ বিলাল আহমদ, জমিয়ত নেতা মাওলানা আলী আহমদ, মাওলানা শামসুল ইসলাম, যুব জমিয়ত নেতা মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ, ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আসজদ আহমদ, সেক্রেটারি হাফিজ সাকিব আহমদ, সাংগঠনিক সম্পাদক রিজান আহমদসহ শতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠানে আঁকাবির ও আসলাফের আমানত সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী মাওলানা শেখ জাকারিয়া। তার সঙ্গে আরও আটজন ভাই জমিয়তে যোগদান করেন।
নতুন সদস্যদের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। বক্তারা নবাগতদের ইখলাস ও ইস্তেকামতের সাথে জমিয়তের আদর্শে কাজ করে ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন — মাওলানা শেখ জাকারিয়া ও তাঁর সহযোদ্ধাদের যোগদানের মাধ্যমে সৈয়দপুর অঞ্চলে জমিয়তের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে ইনশাআল্লাহ।