img

বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা শেখ জাকারিয়ার জমিয়তে যোগদান

প্রকাশিত :  ১৯:৪২, ০৭ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:৪৫, ০৭ অক্টোবর ২০২৫

বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা শেখ জাকারিয়ার জমিয়তে যোগদান

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে শতাব্দী প্রাচীন রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত-এর উদ্যোগে এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৫ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব সৈয়দপুর বাজারস্থ জমিয়ত কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ রশিদ আহমদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম রাজু এবং সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আবিদ আহমদ সরদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সাবেক সহ সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ শামিম আহমদ। প্রধান বক্তা ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তের প্রবীণ নেতা মাওলানা হাফিজ সৈয়দ মঈনুল ইসলাম, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাফিজ আলী আহমদ, সহ সভাপতি মুফতি সৈয়দ শামিম আহমদ, সহ সভাপতি হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ হাবিব ছালেহ, ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি মাওলানা নঈম আহমদ, সহ সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, সহ সভাপতি হাফিজ নব্বির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ বিলাল আহমদ, জমিয়ত নেতা মাওলানা আলী আহমদ, মাওলানা শামসুল ইসলাম, যুব জমিয়ত নেতা মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ, ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আসজদ আহমদ, সেক্রেটারি হাফিজ সাকিব আহমদ, সাংগঠনিক সম্পাদক রিজান আহমদসহ শতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে আঁকাবির ও আসলাফের আমানত সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী মাওলানা শেখ জাকারিয়া। তার সঙ্গে আরও আটজন ভাই জমিয়তে যোগদান করেন।

নতুন সদস্যদের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। বক্তারা নবাগতদের ইখলাস ও ইস্তেকামতের সাথে জমিয়তের আদর্শে কাজ করে ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন — মাওলানা শেখ জাকারিয়া ও তাঁর সহযোদ্ধাদের যোগদানের মাধ্যমে সৈয়দপুর অঞ্চলে জমিয়তের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে ইনশাআল্লাহ।


সিলেটের খবর এর আরও খবর

img

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইসি কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৯:৩৬, ০৮ অক্টোবর ২০২৫

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে\'র কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির যৌথ সভা গত ১ অক্টোবর বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।সভায় উন্নয়ন সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম, সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।সভায় আগামী ৯ নভেম্বর রবিবার ২০২৫ ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আয়োজনে এডুকেশনাল অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের কার্যনির্বাহী কমিটি, সম্মানিত ট্রাস্টিবৃন্দ ও ঢাকাদক্ষিণবাসী সহ সংস্লিস্ট সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান করা হয়।

বৃটেনে ঢাকাদক্ষিণ হাউস থেকে রেন্ট বাবৎ সংগৃহীত পাউন্ড দিয়ে বাংলাদেশে প্রতিটি গ্রামে ঘরহীন মানুষের মধ‍্যে পর্যায়ক্রমে ঘর নির্মাণ করে দেয়ার সিদ্ধান্ত মোতাবেক প্রথম ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আগামী মাসে নতুন আরো একটি ঘর নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সভায় কোরআন তেলাওয়াত করেন সহকারী ট্রেজারার মোঃ ছাদেক আহমদ, সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সম্মানিত উপদেষ্টাগণের মধ্যে আতাউর রহমান আঙ্গুর মিয়া, আফজল হোসেন চৌধুরী, আলাউদ্দিন আহমদ, দেলওয়ার হোসেন লেবু, সালেহ আহমদ, সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম, জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, ট্রেজারার জাকির হোসেন, সহকারী ট্রেজারার মো: ছাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম, ফান্ড রাইজিং সেক্রেটারি সোহেল আহমদ, ইসি মেম্বার আবজল হোসেন, আজিজুর রহমান ও জাবেদ আহমদ।

অত‍্যন্ত আন্তরিকতার সাথে আলোচনায় উপস্থিত সকলেই আগামীর পথচলায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা কর্তৃক গৃহিত মানবতার কল‍্যাণকামী সকল পদক্ষেপে ঢাকাদক্ষিণবাসী ও সংগঠনের সকলের সর্বাত্মক সহযোগিতা অতীতের মতোই অব‍্যাহত থাকবে এই আশাবাদ ব‍্যক্ত করেন।

সিলেটের খবর এর আরও খবর