img

সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

প্রকাশিত :  ১২:৫১, ১১ অক্টোবর ২০২৫

সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে। পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

আজ শনিবার ( ১১ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল ৩টার দিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে কর্মী সমাবেশ শুরু করেন। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ জাপার প্রথম সারীর নেতারা। নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ তাদের সরে যেতে বলে। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতাকর্মীদের।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সমকালকে বলেন, কর্মী সমাবেশ করার অনুমতি ছিল না। এ ছাড়া সড়ক বন্ধ করে কর্মী সমাবেশ করেন তারা। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে কথা কাটাকাটি হয়। তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোঁড়া হয়।


img

পুরান ঢাকায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা নিহত

প্রকাশিত :  ১৭:৩৮, ১৯ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৭:৪৩, ১৯ অক্টোবর ২০২৫

জুবায়েদ হোসাইন নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে । আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে পুরান ঢাকার আরমানিটোলায় এ ঘটনা ঘটে।

জুবায়েদ হোসাইন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। 

আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনি করতে যাওয়া বাসার সিঁড়িতে জুবায়েদের লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ছুরিকাঘাতে নিহত হয়েছে জুবায়েদ। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি।’

জাতীয় এর আরও খবর