
সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, যা জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় হেফাজতে থাকা সাবেক ও কর্মরত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন । তবে তাদের কোন কারাগারে রাখা হবে, সেটা কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে রাখার নির্দেশ দেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, সেনা কর্মকর্তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবে— অর্থাৎ কোন জেলে রাখবে, কোন সাব-জেলে রাখবে, ঢাকায় রাখবে না চট্টগ্রামে পাঠাবে, না অন্য কোথাও রাখবে। এ সিদ্ধান্ত যথাযথ কারা কর্তৃপক্ষের— অর্থাৎ সরকারের।
তিনি বলেন, আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেওয়া।
কাস্টডিটা মেইনটেন করে রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদের কোন কারাগারে রাখবে, সেটা তারাই নির্ধারণ করবে।
চিফ প্রসিকিউটর বলেন, কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কী পদ্ধতিতে আদালতে হাজির করবে, এটা কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমাদের কিছুই বলার নেই।