জাতিসংঘের আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় সিলেটের তরুণ উৎস
সিলেটের তরুণ আলোকচিত্রী উৎস কান্তি দাস জাতিসংঘের যুব আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় স্থান পেয়েছেন । সারা দেশ থেকে নির্বাচিত ৮০ জন আলোকচিত্রীর মধ্যে তিনি সিলেট থেকে সুযোগ পাওয়া একমাত্র অংশগ্রহণকারী।
বুধবার (২৯ অক্টোবর) জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত জাতিসংঘ ভবনে প্রদর্শিত হয় নির্বাচিত ছবিগুলো। ‘Youth as Catalysts of Change’ শীর্ষক এই প্রদর্শনীটি আয়োজন করেছে ইউএন বাংলাদেশ। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অনুষ্ঠিত হবে উন্মুক্ত প্রদর্শনী।
উৎস কান্তি দাস এ বছর সিলেটের মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “জাতিসংঘের মতো আন্তর্জাতিক একটি মঞ্চে নিজের কাজ প্রদর্শিত হওয়া আমার জন্য গভীর আনন্দ ও গর্বের বিষয়। এই ছবির মাধ্যমে আমি দেখাতে চেয়েছি যুবসমাজই পরিবর্তনের আসল প্রেরণা, যারা আলো ছড়ায় চিন্তায়, কাজে, স্বপ্নে। এই স্বীকৃতি আমার কাছে কেবল একটি সম্মান নয়, বরং আরও গল্প বলার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রেরণাও।\"
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উৎস বলেন, “আমি আশা করি সামনে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবো। আমার ছবি যেন দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে পারে এই প্রত্যাশাই রাখি।”
আয়োজনে নির্বাচিত অন্য আলোকচিত্রীদের মধ্যে ছিলেন দেশের বিভিন্ন স্থানের তরুণ প্রতিভাবান ৮০জন আলোকচিত্রীরা।



















