img

জাতিসংঘের আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় সিলেটের তরুণ উৎস

প্রকাশিত :  ১৪:১৫, ৩১ অক্টোবর ২০২৫

 জাতিসংঘের আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় সিলেটের তরুণ উৎস

সিলেটের তরুণ আলোকচিত্রী উৎস কান্তি দাস জাতিসংঘের যুব আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় স্থান পেয়েছেন । সারা দেশ থেকে নির্বাচিত ৮০ জন আলোকচিত্রীর মধ্যে তিনি সিলেট থেকে সুযোগ পাওয়া একমাত্র অংশগ্রহণকারী।

বুধবার (২৯ অক্টোবর) জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত জাতিসংঘ ভবনে প্রদর্শিত হয় নির্বাচিত ছবিগুলো। ‘Youth as Catalysts of Change’ শীর্ষক এই প্রদর্শনীটি আয়োজন করেছে ইউএন বাংলাদেশ। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অনুষ্ঠিত হবে উন্মুক্ত প্রদর্শনী।

উৎস কান্তি দাস এ বছর সিলেটের মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “জাতিসংঘের মতো আন্তর্জাতিক একটি মঞ্চে নিজের কাজ প্রদর্শিত হওয়া আমার জন্য গভীর আনন্দ ও গর্বের বিষয়। এই ছবির মাধ্যমে আমি দেখাতে চেয়েছি যুবসমাজই পরিবর্তনের আসল প্রেরণা, যারা আলো ছড়ায় চিন্তায়, কাজে, স্বপ্নে। এই স্বীকৃতি আমার কাছে কেবল একটি সম্মান নয়, বরং আরও গল্প বলার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রেরণাও।\"

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উৎস বলেন, “আমি আশা করি সামনে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবো। আমার ছবি যেন দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে পারে এই প্রত্যাশাই রাখি।”

আয়োজনে নির্বাচিত অন্য আলোকচিত্রীদের মধ্যে ছিলেন দেশের বিভিন্ন স্থানের তরুণ প্রতিভাবান ৮০জন আলোকচিত্রীরা।

সিলেটের খবর এর আরও খবর

img

অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

প্রকাশিত :  ১৭:০১, ০৫ নভেম্বর ২০২৫

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মতি প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। আজ বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৬ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।

সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।

রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।

সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।

আরিফুল হক চৌধুরী ২০১৩ সালের সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লৈগৈর প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানকে পরাজিত করে সিলেট সিটির মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৮ সালেও তিনি মেয়র নির্বাচিত হন। তবে সর্বশেষ ২০২৩ সালের সিটি নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে প্রার্থী হননি তিনি।


সিলেটের খবর এর আরও খবর