
পর্যটন নগরী শ্রীমঙ্গলে ইলেকট্রিক স্কুটার বিক্রয় সেবার উদ্বোধন

সংগ্রাম দত্ত: বাংলাদেশের জনপ্রিয় বাহন ইলেকট্রিক স্কুটার ও সাইকেলের বিক্রয় সেবার উদ্বোধন হয়েছে পর্যটন নগরী শ্রীমঙ্গলে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের চেয়ারম্যান খাজা টিপু সুলতান রিসোর্টের হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ছয় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, শ্রীমঙ্গলকে আলাদাভাবে পরিচিত করতে এ রিসোর্টের পথচলা শুরু হয়। স্থানীয় মানুষের ভালোবাসা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ঋণমুক্ত হয়েছে। এ অঞ্চলের প্রতি ভালোবাসা থেকেই তিনি এখানে রশনি অটো রাইস মিল ও পলি ফাইবার মিল প্রতিষ্ঠা করেছেন, যেগুলোও ব্যাংক দায়মুক্ত বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “এ এলাকার মানুষের ভালোবাসায় আমি রশনি পলি ফাইবার মিলের ৫০ শতাংশ শেয়ার অবমুক্ত করতে চাই। যারা বিনিয়োগে আগ্রহী, তারা যোগাযোগ করতে পারেন।”
খাজা টিপু সুলতান জানান, শ্রীমঙ্গল একটি পর্যটন এলাকা হওয়ায় দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয়দের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে এই ইলেকট্রিক বাইকের যাত্রা শুরু করা হয়েছে। নারী-পুরুষ সবার জন্য বিভিন্ন রঙ ও মডেলের স্কুটার পাওয়া যাবে স্থানীয়ভাবে।
তিনি আরও বলেন, “শ্রীমঙ্গলের মানুষ ও প্রকৃতিকে ভালোবেসে আমি নিজেকে ‘শ্রীমঙ্গলীয়ান’ হিসেবে গর্ববোধ করি।” শ্রীমঙ্গলে জান্নাতুল ফেরদৌস মসজিদ ও কবরস্থান গড়ে তুলে এখানেই জীবনের শেষ ঠিকানা নির্ধারণ করেছেন বলেও জানান তিনি।