img

পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক, জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা

প্রকাশিত :  ২০:০৮, ০৪ সেপ্টেম্বর ২০২৫

পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক, জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়।

একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সকাল ৯টা থেকে প্রায় আধঘণ্টাব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির সম্ভাবনা, বর্তমান সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সূত্রটি আরও জানায়, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পাল্টা শুল্কবিষয়ক আলোচনায় যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য আমদানির বিষয়ে সমঝোতা হয়। সেই ধারাবাহিকতায় এলএনজি-সহ বেশ কয়েকটি খাতে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয় সামনে আসে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি বাংলাদেশের কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে। এটি দেশের প্রথম এলএনজি আমদানির স্থাপনা, যা গ্যাস সংরক্ষণ ও পুনরুৎপাদনের কাজ করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সামিট গ্রুপ পরিচালিত দ্বিতীয় টার্মিনালেও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।

এ ছাড়া ভবিষ্যতে পটুয়াখালীর পায়রায় এক্সিলারেট এনার্জির আরেকটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

গত ৩০ আগস্ট শুরু হওয়া সফরে পিটার হাস মহেশখালী টার্মিনাল পরিদর্শনে যান। সাবেক মার্কিন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন শেষে এটি তাঁর একাধিক সফরের একটি। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে ছিলেন। অবসরে যাওয়ার পর ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তিনি এক্সিলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন।

রাষ্ট্রদূত থাকাকালে পিটার হাস বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যুতে আলোচনায় ছিলেন। তাঁর কর্মকৌশল ও উপস্থিতি ঘিরে দেশে-বিদেশে বেশ কৌতূহল তৈরি হয়েছিল। আর এবার এলএনজি খাতে সহযোগিতার নতুন অধ্যায় তৈরি করতে আবারও আলোচনায় এলেন তিনি।


img

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত :  ০৬:২১, ১১ সেপ্টেম্বর ২০২৫

এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিন ইউয়েন গার্মেন্টসের শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর দিঘিরপাড় এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

জানা যায়, আগস্ট মাসের বেতন বুধবার (১০ সেপ্টেম্বর) দেয়ার কথা ছিল৷ কিন্তু মালিকপক্ষ তা কোনো এক কারণে পরিশোধ করেননি৷ এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে দেড় থেকে ২০০ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন৷ এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, আমাদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। বুধবার বেতন দেয়ার কথা ছিল, কিন্তু দেয়নি৷ শুনলাম মালিকের মোবাইল ফোনও বন্ধ। আমাদের আজকের মধ্যেই বেতন পরিশোধ করতে হবে। না হলে আমরা মহাসড়ক ছাড়বো না৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও বাসন থানা পুলিশ। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, একটি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সমাধানের চেষ্টা করছে৷

এ বিষয়ে জানতে মালিক পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রতিষ্ঠানের অনন্য কর্মকর্তারা কথা বলতে রাজি হননি৷ 

জাতীয় এর আরও খবর