img

উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে ৪ কোম্পানিতে

প্রকাশিত :  ১১:০৪, ০৬ অক্টোবর ২০২৫

উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে ৪ কোম্পানিতে

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি প্রতিষ্ঠানে উদ্যোক্তা পরিচালকদের হাতে থাকা শেয়ার বেড়েছে। জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে তাদের বিনিয়োগের এই বৃদ্ধি বাজারে নতুন আশাবাদের সঞ্চার করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট কোম্পানিগুলো হলো—  

১. বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার এবং পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানিটির শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৫৯.৮৯ শতাংশ, যা আগস্ট মাসে ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০.১৩ শতাংশে। এছাড়া, আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৩৩শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪.৫৪ শতাংশ শেয়ার রয়েছে।

২. এনসিসি ব্যাংক: কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৯৬টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১১০ কোটি ৪২ লাখ ২৩ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৪১.৪৩ শতাংশ, যা আগস্ট মাসে ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১.৮৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৪৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.৬৯ শতাংশ শেয়ার রয়েছে।

৩. প্রভাতী ইন্স্যুরেন্স: কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৭টি এবং পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩০.০৩ শতাংশ, যা আগস্ট মাসে ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.০৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৯৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২.৯৯ শতাংশ শেয়ার রয়েছে।

৪. এসবিএসি ব্যাংক: কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০টি এবং পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৬৮.১৯ শতাংশ, যা আগস্ট মাসে ৪.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২.৪২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৮৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৫.৬৯ শতাংশ শেয়ার রয়েছে।

img

৫ ব্যাংক একীভূতের প্রস্তাব অনুমোদন, ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে সরকার

প্রকাশিত :  ১৪:১২, ০৯ অক্টোবর ২০২৫

উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে পাঁচটি ব্যাংক একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনা। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া হয়।

বৈঠকের পর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একত্র করে একটি ব্যাংকে রূপান্তরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এ জন্য ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে সরকার। পাশাপাশি উপদেষ্টা পরিষদে ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করে সংশোধনেরও অনুমোদন দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী।

যে পাঁচ ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আগের ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

অর্থনীতি এর আরও খবর