তাহিরপুরে আবাসিক এলাকায় গাঁজা সেবন, তিনজনকে ৬০ দিন করে কারাদণ্ড
প্রকাশিত :
১২:০০, ১০ অক্টোবর ২০২৫
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাস্থ আবাসিক এলাকার ভেতরে গাঁজা সেবন করার অপরাধে তিন যুবককে ৬০ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলা আবাসিক এলাকা থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু এই রায় দেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার আবাসিক এলাকায় ভেতরে গাঁজা সেবন করছিলেন কিছু যুবক। তাদের বার বার বলেও কোনো পরিবর্তন না হওয়ায় উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মো. হাসিবুল তারেকের নেতৃত্বে তাহিরপুর ইউএনও আনসার গার্ডের আনসার সদস্যদের সহযোগীতায় সরকারি উপজেলা কোয়ার্টারের ভিতরে গাঁজা সেবনকালীন সময় উপজেলার সদর ইউনিয়নের সূর্যেরগাও গ্রামের সত্যরঞ্জনের ছেলে চয়ন(১৮), ভাটি তাহিরপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জুবায়ের(১৮) ও একেই গ্রামের ফয়সাল মিয়ার ছেলে বাবু (১৯) কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে ৬০ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু।
তিনি জানান, দন্ডপ্রাপ্ত্যদের তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুসলিম বিশ্বের বর্ষিয়ান নেতা মাওলানা ফজলুর রহমান সিলেট আসছেন ১৭ নভেম্বর
প্রকাশিত :
০৭:৪৪, ২০ অক্টোবর ২০২৫
বিশ্বের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ, মজলুম মানবতার বিপ্লবী কন্ঠস্বর জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমীর হযরত মাওলানা ফজলুর রহমান (মুফতি মাহমূদ রাহঃ\'র সুযোগ্য সন্তান) আগামী ১৭ নভেম্বর ২০২৫, সোমবার এক সংক্ষিপ্ত সফরে পূণ্যভূমি সিলেট আসছেন। সিলেট বিভাগে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বিনী শিক্ষাগার জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিম এর বিশেষ আমন্ত্রণে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমীর হযরত মাওলানা ফজলুর রহমানের এই সিলেট সফর।
১৭ নভেম্বর মুসলিম বিশ্বের বর্ষিয়ান এই নেতা জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত জাতীয় ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এ সম্মেলন বিকেল ৩ ঘটিকা থেকে শুরু হয়ে এশা পর্যন্ত অব্যাহত থাকবে। এতে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বরেণ্য ইসলামী চিন্তাবিদগন গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন।
জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিম এক বিবৃতিতে বলেন, বর্তমান যুগ সন্ধিক্ষণে যখন উম্মাহর হৃদয়ের স্পন্দন পবিত্র ফিলিস্তিনকে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করা হচ্ছে এবং শান্তিচুক্তির এক নতুন অধ্যায় রচিত হয়েছে, এমতাবস্থায় বাস্তবতার আলোকে আগামীর মুসলিম বিশ্বের সঠিক রোডম্যাপ কী হওয়া উচিত, এ ব্যাপারে দিকনির্দেশনা মূলক আলোচনা যেহেতু সময়ের সবচেয়ে বড় দাবি, এজন্য জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এসব বিষয় কে সামনে রেখে \" জাতীয় ফিলিস্তিন সম্মেলন সিলেট\" আয়োজন করতে যাচ্ছে।
অত্যন্ত খুশির সংবাদ হলো, আগামী ১৭ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ মহা সম্মেলনে ক্বায়িদে মিল্লাতে ইসলামিয়া, বিশ্বের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমীর হযরত মাওলানা ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন। সম্মেলনে বিশ্ববিখ্যাত দারুল উলূম করাচীর ভাইস চ্যান্সেলর ও উস্তাদুল হাদীস হযরত মাওলানা মুফতী যুবায়ের আশরাফ উসমানীও বক্তব্য প্রদান করবেন। আশা করা যায় যে বিশ্বপরিস্থিতি সম্পর্কে সজাগ দৃষ্টি সম্পন্ন এসব মহান নেতৃবৃন্দের বক্তব্য আমাদের জন্য বর্তমান সময়ে সঠিক পথ ও পদ্ধতির উত্তম পাথেয় প্রমানিত হবে ইনশাআল্লাহ।
সম্মেলনে বাংলাদেশের জাতীয় ইসলামী নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতিও আশা করা যাচ্ছে। আগত মেহমানবৃন্দ ও পবিত্র ভূমি ফিলিস্তিনের প্রতি অগাধ ভালোবাসার নিদর্শন স্বরূপ উক্ত সমাবেশে দলমত নির্বিশেষে সকল উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন মুফতি আবদুল মুনতাকিম।