img

মৌলভীবাজার জেলার মহাসড়ক সংস্কার ও চারলেনে উন্নীতকরন সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও লন্ডনে সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৪:৪৬, ১৭ অক্টোবর ২০২৫

মৌলভীবাজার জেলার মহাসড়ক সংস্কার ও চারলেনে উন্নীতকরন সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও লন্ডনে সমাবেশ  অনুষ্ঠিত

মৌলভীবাজার উন্নয়ন বৈষম্য‘র অবসানসহ মহাসড়ক সংস্কার ও চারলেনে উন্নীতকরন এবং শমসেরনগর বিমানবন্দর চালু এবং মৌলভীবাজার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ চার দফা দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় মৌলভীবাজার শহরের চৌমুহনায় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতিতে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের আহবায়ক মাওলানা আহমদ বিলাল এর সভাপতিত্বে এবং সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু,ও যুগ্ম সচিব এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি  খালেদ চৌধুরী,  প্রবীন আলেম মাওলানা জামিল আনসারী,  সমাজসেবক সিরাজ সিদ্দিকী, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান ফুয়াদসহ সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। 

এদিকে বৃটেনের কমিউনিটি সেন্টারে উন্নয়ন বৈষম্য‘র অবসান সহ মহাসড়ক সংস্কার ও মিরপুর-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট সড়ককে চারলেনে উন্নীতকরন এবং  মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও শমসেরনগর বিমানবন্দর চালুসহ মৌলভীবাজার জেলার উন্নয়নে ১০ দফা দাবিতে গত ১৫ অক্টোবর  বুধবার  লন্ডন সময় দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শাফি কাদির এর পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এতে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, ইউনিটি অব মৌলভীবাজার এর প্রেসিডেন্ট আব্দুর রুউফ তালুকদার ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান, ও ট্র্বেজারার এ বি রুনেল, এবং কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল হক মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

বাংলাদেশের দেশের অর্থনীতিতে  ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলাবাসীর যথেষ্ট  অবদান রয়েছে।  সবদিকে জেলাবাসী এগিয়ে আছে । আমাদের প্রতি সরকার উন্নয়ন বৈষম্য করছে। এর অবসান প্রয়োজন বলে উল্লেখ করে বক্তারা বলেন উন্নয়নে পিছিয়ে পড়া মৌলভীবাজার জেলার মানুষ। 

তথা এই জনপদের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল অবস্থা দীর্ঘদিনের। বর্তমানে জেলা সদরের গ্রামীণ অধিকাংশ সড়কগুলো যান চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। ভাঙাচোরা সড়কে চলতে হয় যাত্রীদের। হচ্ছেনা সড়ক সংস্কার। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। কিন্তু প্রতিকার চাওয়ার কেউ নেই। 

ইতিমধ্যে ঢাকাগামী দূরপাল্লার বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের ভয়ের অন্যতম কারণ হচ্ছে দীর্ঘ যানজট। গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট এই মহাসড়কটির বেহাল অবস্থার কারণে অন্তত ৫ কিলোমিটারের ভয়াবহ যানজটের কবলে জরুরী প্রয়োজনে ঢাকাগামী যাত্রীদের পরতে হচ্ছে। ৫ ঘন্টার যাত্রাপথ কখনো কখনো ১৫ থেকে ১৬ ঘন্টা লেগে যাচ্ছে। 

তাই  চাপ বাড়ছে ট্রেন ভ্রমণে। টিকেট কালো বাজারি সিন্ডিকেটের কারণে ট্রেনের টিকিটও এখন সোনার হরিণ। 

বিগত সরকারের মতো  অন্তর্বর্তী সরকার  ও মৌলভীবাজার সহ পুরো সিলেটের জনগণের সাথে উন্নয়ন বৈষম্য করছে  বলে উল্লেখ করে বক্তারা এই  উন্নয়ন বৈষম্য‘র অবসান সহ অবিলম্বে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতসহ দ্রুত  সংস্কার কাজ সম্পন্ন করা ও মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ অন্যান্য দাবি দাওয়া বাস্তবায়নের জন্য উভয় মিটিং থেকে জোর দাবি জানিয়েছেন।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেট লালদিঘিরপাড়ে হকার শেড তৈরি করল সিসিক

প্রকাশিত :  ১০:০০, ২০ অক্টোবর ২০২৫

সিলেট নগরীর যানজট নিরসন ও সড়ক-ফুটপাত হকারমুক্ত করার লক্ষ্যে লালদিঘিরপাড়ে অস্থায়ী হকার শেড তৈরি করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। ভ্রাম্যমাণ হকারদের পুনর্বাসনের জন্য নির্মিত এই অস্থায়ী বাজারে কোনো ভাড়া ছাড়াই ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকা থেকে হকাররা সেখানে ব্যবসা শুরু করেছেন।

আজ রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে অনেক হকারকে নতুন শেডে তাদের পসরা সাজাতে দেখা যায়।

দীর্ঘদিন ধরে সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে হকারদের ব্যবসার কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি বেড়ে যায়। এই সমস্যা নিরসনের উদ্যোগ হিসেবে সিসিক নগরভবনের পেছনে লালদিঘিরপাড় মাঠে হকারদের জন্য স্থাপন করেছে অস্থায়ী বাজার।

নতুন বাজারে দশটি গলিতে ইট, বাঁশ ও ত্রিপল দিয়ে অস্থায়ী শেড নির্মাণ করা হয়েছে। বাজারে প্রবেশের জন্য রাখা হয়েছে তিনটি প্রবেশপথ।

এছাড়া নির্মিত হয়েছে নতুন রাস্তা ও ড্রেন। ব্যবসায়ীদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে টয়লেটও।

কাঁচাবাজার, মাছ বাজার ও কাপড়ের দোকানসহ বিভিন্ন খাতের ব্যবসার জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করে সাইনবোর্ড টানানো হয়েছে। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সিসিকের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি সিসিক ও সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে হকারদের সচেতন করা হচ্ছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘নগরী যানজটমুক্ত ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে আমরা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য লালদিঘিরপাড়ে অস্থায়ী শেড নির্মাণ করেছি। ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে। কোনো হকারের কাছ থেকে আমরা ভাড়া নিচ্ছি না- কাউকে কোনো টাকা দিতে হবে না।’

তিনি আরও বলেন, ‘লালদিঘিরপাড়ের অস্থায়ী বাজারটি হকারদের জন্য নিরাপদ ও সুবিধাজনক আশ্রয় হবে। আশা করি তারা এখানেই ব্যবসা চালিয়ে যাবেন। এতে নগরীর যানজট কমবে, ফুটপাত হবে দখলমুক্ত, আর সিলেট নগরী হবে আরও সুন্দর ও সুশৃঙ্খল।’

সিলেটের খবর এর আরও খবর