img

মুসলিম বিশ্বের বর্ষিয়ান নেতা মাওলানা ফজলুর রহমান সিলেট আসছেন ১৭ নভেম্বর

প্রকাশিত :  ০৭:৪৪, ২০ অক্টোবর ২০২৫

মুসলিম বিশ্বের বর্ষিয়ান নেতা মাওলানা ফজলুর রহমান সিলেট আসছেন ১৭ নভেম্বর

বিশ্বের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ, মজলুম মানবতার বিপ্লবী কন্ঠস্বর জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমীর হযরত মাওলানা ফজলুর রহমান (মুফতি মাহমূদ রাহঃ\'র সুযোগ্য সন্তান) আগামী ১৭ নভেম্বর ২০২৫, সোমবার এক সংক্ষিপ্ত সফরে পূণ্যভূমি সিলেট আসছেন। সিলেট বিভাগে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বিনী শিক্ষাগার জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিম এর বিশেষ আমন্ত্রণে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমীর হযরত মাওলানা ফজলুর রহমানের এই সিলেট সফর।

১৭ নভেম্বর মুসলিম বিশ্বের বর্ষিয়ান এই নেতা  জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার  উদ্যোগে আয়োজিত জাতীয় ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এ সম্মেলন বিকেল ৩ ঘটিকা থেকে শুরু হয়ে এশা পর্যন্ত অব্যাহত থাকবে। এতে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বরেণ্য ইসলামী চিন্তাবিদগন গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন।

জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিম এক বিবৃতিতে বলেন, বর্তমান যুগ সন্ধিক্ষণে যখন উম্মাহর হৃদয়ের স্পন্দন পবিত্র ফিলিস্তিনকে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করা হচ্ছে এবং শান্তিচুক্তির এক নতুন অধ্যায় রচিত হয়েছে, এমতাবস্থায় বাস্তবতার আলোকে আগামীর মুসলিম বিশ্বের সঠিক রোডম্যাপ কী হওয়া উচিত, এ ব্যাপারে দিকনির্দেশনা মূলক আলোচনা যেহেতু সময়ের সবচেয়ে বড় দাবি, এজন্য জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এসব বিষয় কে সামনে রেখে \" জাতীয় ফিলিস্তিন সম্মেলন সিলেট\" আয়োজন করতে যাচ্ছে।

অত্যন্ত খুশির সংবাদ হলো, আগামী ১৭ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ মহা সম্মেলনে ক্বায়িদে মিল্লাতে ইসলামিয়া, বিশ্বের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমীর হযরত মাওলানা ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন। সম্মেলনে বিশ্ববিখ্যাত দারুল উলূম করাচীর ভাইস চ্যান্সেলর ও উস্তাদুল হাদীস হযরত মাওলানা মুফতী যুবায়ের আশরাফ উসমানীও বক্তব্য প্রদান করবেন। আশা করা যায় যে বিশ্বপরিস্থিতি সম্পর্কে সজাগ দৃষ্টি সম্পন্ন এসব মহান নেতৃবৃন্দের বক্তব্য আমাদের জন্য বর্তমান সময়ে সঠিক পথ ও পদ্ধতির উত্তম পাথেয় প্রমানিত হবে ইনশাআল্লাহ।

সম্মেলনে বাংলাদেশের জাতীয় ইসলামী নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতিও আশা করা যাচ্ছে। আগত মেহমানবৃন্দ ও পবিত্র ভূমি ফিলিস্তিনের প্রতি অগাধ ভালোবাসার নিদর্শন স্বরূপ উক্ত সমাবেশে দলমত নির্বিশেষে সকল উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন মুফতি আবদুল মুনতাকিম।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেট লালদিঘিরপাড়ে হকার শেড তৈরি করল সিসিক

প্রকাশিত :  ১০:০০, ২০ অক্টোবর ২০২৫

সিলেট নগরীর যানজট নিরসন ও সড়ক-ফুটপাত হকারমুক্ত করার লক্ষ্যে লালদিঘিরপাড়ে অস্থায়ী হকার শেড তৈরি করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। ভ্রাম্যমাণ হকারদের পুনর্বাসনের জন্য নির্মিত এই অস্থায়ী বাজারে কোনো ভাড়া ছাড়াই ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকা থেকে হকাররা সেখানে ব্যবসা শুরু করেছেন।

আজ রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে অনেক হকারকে নতুন শেডে তাদের পসরা সাজাতে দেখা যায়।

দীর্ঘদিন ধরে সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে হকারদের ব্যবসার কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি বেড়ে যায়। এই সমস্যা নিরসনের উদ্যোগ হিসেবে সিসিক নগরভবনের পেছনে লালদিঘিরপাড় মাঠে হকারদের জন্য স্থাপন করেছে অস্থায়ী বাজার।

নতুন বাজারে দশটি গলিতে ইট, বাঁশ ও ত্রিপল দিয়ে অস্থায়ী শেড নির্মাণ করা হয়েছে। বাজারে প্রবেশের জন্য রাখা হয়েছে তিনটি প্রবেশপথ।

এছাড়া নির্মিত হয়েছে নতুন রাস্তা ও ড্রেন। ব্যবসায়ীদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে টয়লেটও।

কাঁচাবাজার, মাছ বাজার ও কাপড়ের দোকানসহ বিভিন্ন খাতের ব্যবসার জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করে সাইনবোর্ড টানানো হয়েছে। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সিসিকের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি সিসিক ও সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে হকারদের সচেতন করা হচ্ছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘নগরী যানজটমুক্ত ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে আমরা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য লালদিঘিরপাড়ে অস্থায়ী শেড নির্মাণ করেছি। ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে। কোনো হকারের কাছ থেকে আমরা ভাড়া নিচ্ছি না- কাউকে কোনো টাকা দিতে হবে না।’

তিনি আরও বলেন, ‘লালদিঘিরপাড়ের অস্থায়ী বাজারটি হকারদের জন্য নিরাপদ ও সুবিধাজনক আশ্রয় হবে। আশা করি তারা এখানেই ব্যবসা চালিয়ে যাবেন। এতে নগরীর যানজট কমবে, ফুটপাত হবে দখলমুক্ত, আর সিলেট নগরী হবে আরও সুন্দর ও সুশৃঙ্খল।’

সিলেটের খবর এর আরও খবর