
শ্রীমঙ্গলে ভয়াবহ আগুনে বসতঘর ভস্মীভূত

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পাকা টিনসেড বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আপন দাশ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো ঘরটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঘরের ভেতরের সব আসবাবপত্র, ফ্রিজ, টিভি, সোফা, ফ্যান, বেড, আলমারি—সবকিছুই আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।
ভুক্তভোগী আপন দাশ বলেন, ‘আমরা কিছুই বাঁচাতে পারিনি। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘরের ভেতরের জিনিস বের করার সুযোগই পাইনি।’
পরিবারটি বর্তমানে চরম ক্ষতির মুখে পড়েছে।