img

চার দশক পর শ্রীমঙ্গলে প্রাণ ফিরছে পৌরসভা মিলনায়তন ও গ্রন্থাগারে

প্রকাশিত :  ০৫:১৯, ৩০ অক্টোবর ২০২৫

চার দশক পর শ্রীমঙ্গলে প্রাণ ফিরছে পৌরসভা মিলনায়তন ও গ্রন্থাগারে

সংগ্রাম দত্ত: চার দশক পর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের কলেজ রোডে অবস্থিত ‘শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার’-এর পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টায় সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান সহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এ লাইব্রেরিটি গত ১৩ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। লাইব্রেরি ও শিশু উদ্যান কয়েক বছর ধরে অবৈধভাবে দখল করা হয়েছিল। তবে স্থানীয় সচেতন নাগরিক সমাজ বিভিন্ন সময় স্মারকলিপি ও মানববন্ধনের মাধ্যমে এ স্থাপনা দখলদারদের হাত থেকে মুক্ত করার দাবি জানিয়ে আসছিল।

শ্রীমঙ্গল পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, নবনির্মাণাধীন ভবনে দুই তলা থাকবে। নিচতলায় আধুনিক গ্রন্থাগার, দ্বিতীয় তলায় কফি কর্ণার, বয়স্কদের বিশ্রামাগার ও শিশু-কিশোর পাঠক কেন্দ্র থাকবে। ভবনের মোট আয়তন ৩,৯১৯ বর্গফুট; এর মধ্যে নিচতলা ২,৮২৫ বর্গফুট এবং দ্বিতীয় তলা ১,০৯৪ বর্গফুট। প্রকল্পটির বাজেট ৯৯ লাখ ৩৩ হাজার ৫৫৮ টাকা।

পৌর প্রশাসক ও ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, “উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গ্রন্থাগার ও মিলনায়তন পুরোপুরি শেষ হলে এটি শিক্ষার্থী, সিনিয়র সিটিজেন এবং বইপড়া মানুষদের জন্য একটি শিক্ষামূলক ও বিনোদনমূলক কেন্দ্র হিসেবে কাজ করবে। আশা করি, এটি মানুষের মেধা ও মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এভাবে, চার দশক পর শ্রীমঙ্গলের মানুষের জ্ঞানচর্চা ও বিনোদনের জন্য পুনরায় প্রাণ ফিরে আসছে পৌরসভা মিলনায়তন ও গ্রন্থাগারে।


সিলেটের খবর এর আরও খবর

img

অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

প্রকাশিত :  ১৭:০১, ০৫ নভেম্বর ২০২৫

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মতি প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। আজ বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৬ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।

সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।

রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।

সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।

আরিফুল হক চৌধুরী ২০১৩ সালের সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লৈগৈর প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানকে পরাজিত করে সিলেট সিটির মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৮ সালেও তিনি মেয়র নির্বাচিত হন। তবে সর্বশেষ ২০২৩ সালের সিটি নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে প্রার্থী হননি তিনি।


সিলেটের খবর এর আরও খবর