img

বড়লেখায় জামায়াত প্রার্থী আমিনুল ইসলামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

প্রকাশিত :  ০৬:১১, ০১ নভেম্বর ২০২৫

 বড়লেখায় জামায়াত প্রার্থী আমিনুল ইসলামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

মৌলভীবাজার জেলার বড়লেখায় মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু শিবির।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় বুধবার (২৯ অক্টোবর) উত্তর চৌমুহনী আলহেরা একাডেমিতে দিনব্যাপী এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

চক্ষু শিবিরটি পরিচালনা করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। উদ্বোধন করেন মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ, সাবেক উপজেলা আমীর এমাদুল ইসলাম, বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিয়াজ উদ্দীন, অফিস সেক্রেটারি মো. কামাল উদ্দিন, শুরা ও কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম সুহেল প্রমুখ।

ডা. আব্দুল মান্নানের নেতৃত্বে একদল দক্ষ চিকিৎসক চক্ষু শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা ক্যাম্পে ৩৫০ জন রোগীকে প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদান করা হয় এবং ৪০ জনকে ছানী অপারেশনের জন্য শনাক্ত করা হয়।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ বড়লেখার অসহায় ও দরিদ্র জনগণের মাঝে স্বস্তির পরশ বয়ে এনেছে। মানবসেবার এমন কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান তারা।



সিলেটের খবর এর আরও খবর

img

অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

প্রকাশিত :  ১৭:০১, ০৫ নভেম্বর ২০২৫

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মতি প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। আজ বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৬ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।

সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।

রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।

সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।

আরিফুল হক চৌধুরী ২০১৩ সালের সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লৈগৈর প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানকে পরাজিত করে সিলেট সিটির মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৮ সালেও তিনি মেয়র নির্বাচিত হন। তবে সর্বশেষ ২০২৩ সালের সিটি নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে প্রার্থী হননি তিনি।


সিলেটের খবর এর আরও খবর