সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কয়ছর এম আহমেদ: উন্নয়ন ও কর্মসংস্থানই থাকবে অগ্রাধিকার
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে দলকে সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত কয়ছর এবার এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সম্প্রতি সিলেটের আমানী কনভেনশন সেন্টারে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন, তার লক্ষ্য স্থানীয় মানুষের জন্য স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা। তিনি জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে স্থানীয় কর্মসংস্থান তৈরি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে জনগণকে নিজ এলাকায় কাজের সুযোগ করে দেওয়াই হবে তার অগ্রাধিকার।
“জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উন্নয়নে আমি বদ্ধপরিকর এবং আপোষহীন,” বলেন কয়ছর এম আহমেদ। “মানুষ যেন নিজের বাড়িতে থেকেই কাজ করতে পারেন—সেজন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং স্থানীয় বিনিয়োগের উদ্যোগ নেওয়া হবে।”
এছাড়া সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক। সুনামগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
মনোনয়ন ঘোষণা হওয়ায় এখন আনুষ্ঠানিকভাবে প্রচারণার প্রস্তুতি শুরু করেছে বিএনপি। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।



















