img

বিশ্বব্যাপী করোনায় মৃত ও আক্রান্ত বেড়েছে

প্রকাশিত :  ০৫:২৬, ১৭ মার্চ ২০২৩

বিশ্বব্যাপী করোনায় মৃত ও আক্রান্ত বেড়েছে

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত বেড়েছে। আক্রান্ত হয়েছে দুই লাখ ২৩ হাজার ৯৫৮ জন। মারা গেছে দুই হাজার ১৪৭ জন।

গতকাল বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিল এক লাখ ৯২ হাজার ৬০৫ জন। মারা গিয়েছিল এক হাজার ৫৫৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৮৬৩ জন। মারা গেছে ৬৮ লাখ ১৭ হাজার ২২ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৫১ লাখ নয় হাজার ৫৬৫ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৪৮৪ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫০ হাজার ৫৬৭ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৭১০ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৯০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৩৮২ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ২৮৮ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮২ লাখ ৮৩ হাজার ৮১৭ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৯ হাজার ৪৬০ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৫১৪ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৬৩৪ জনের।


img

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত :  ০৬:৩৩, ২৬ জুন ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:৩০, ২৬ জুন ২০২৪

আবারো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) ভোরে উপজেলার গোড়ল ইউনিয়নের মালগারা সীমান্তের ৯১৯ সাব পিলারে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ওই ইউনিয়নের দুলালী গ্রামের মইনুদ্দিনের ছেলে। 

বিজিবি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার গভীর রাতে নুরুলসহ কয়েক বাংলাদেশি ভারতীয় গরু আনতে মালগারা সীমান্তে যায়। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মারা যায় নুরুল ইসলাম। পরে অপর বাংলাদেশিরা তার মরদেহ দেশের অভ্যন্তরে নিয়ে এলে পুলিশ মরদেহটি উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, নিহত নুরুল ইসলামের ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করেছে। কিছুক্ষণ পর লালমনিরহাটে পাঠানো হবে। এ ঘটনার প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। 

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। এই ঘটনায় ব্যাটলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ঘটনার প্রতিবাদ জানানো হবে।