img

বাংলাদেশ–ভারত ম্যাচ কখন, কোথায় দেখবেন

প্রকাশিত :  ০৭:৪৬, ২৫ মার্চ ২০২৫

বাংলাদেশ–ভারত ম্যাচ কখন, কোথায় দেখবেন

ভারতের বিপক্ষে বাংলাদেশের  ফুটবল নিয়ে আলোচনা, রোমাঞ্চ চলছেই। অপেক্ষাও ফুরাবে দ্রুত। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি ঘিরে বেশ উন্মাদনা। শেষ এক সপ্তাহে ফুটবল উত্তেজনা শিলং থেকে মানচিত্র ফুঁড়ে আছড়ে পড়েছে বাংলাদেশে। চায়ের কাপে ঝড় উঠছে, পরিকল্পনা হচ্ছে, গল্প হচ্ছে, দেখা হচ্ছে আশাও।

ভারতের বিপক্ষে বাংলাদেশের যেকোনো লড়াই একটু বেশিই আবেগের। কয়েক ঘণ্টার অপেক্ষার পর আরেকটি মঞ্চ প্রস্তুত। আজ সন্ধ্যায় বসবে সেই মর্যাদার লড়াই। খেলাটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কেও। ফুটবলের লড়াই বসবে ভারতের শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

ভারতের স্প্যানিশ কোচ মানালো মার্কেজও কষেছেন কঠিন ছক। ঘরের মাঠে তাদের প্রধান লক্ষ্য তিন পয়েন্ট এবং বাছাই পর্ব পেরোনো। বাংলাদেশেরও অভিন্ন লক্ষ্য। শক্তিমত্তা, পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম যদিও ভিন্ন কিছু বলে, তবে মাঠের লড়াইয়ে আজ উন্মাদনা ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

পরিসংখ্যানে অবশ্য ভারত এগিয়ে। ১৯৭৮ সাল থেকে ২০২১ পর্যন্ত দুই দেশ ২৬ বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে মাত্র তিনবার জিতেছে বাংলাদেশ। ১০টি ম্যাচ ড্র হয়। বাকি ১৩টিতে জিতেছে ভারত। বাংলাদেশের তিন জয়ের মধ্যে দুটি লাল-সবুজদের সুখস্মৃতি। আজ কি সুখস্মৃতির সেই মুকুটে আরেকটি পালক জড়াতে পারবেন জামাল-হামজারা, সময় দেবে উত্তর।


    কোথায় দেখবেন ম্যাচ

    টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

    কখন শুরু হবে

    আজ মঙ্গলবার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।

    কোথায় হবে ম্যাচ

    শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।


img

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলংকায়

প্রকাশিত :  ০৯:২৫, ১৬ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:৫০, ১৬ জুন ২০২৫

গোঁ ধরে আছে ভারত। পাকিস্তানে দল পাঠাতে চায় না তারা। রোহিত শর্মাদের বোর্ডের আবেদনে হাইব্রিড মডেলে বসে ২০২৩ সালের এশিয়া কাপ। এ বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তান যায়নি ভারত, খেলেছে নিরপেক্ষ ভেন্যুতে। তার আগে আইসিসির মধ্যস্থতায় চুক্তি হয়—তিন বছর পর্যন্ত দুদলের কেউ কারও দেশে গিয়ে খেলবে না। তারই ধারাবাহিকতায় পাকিস্তানও ভারত যাবে না।

এ বছরের সেপ্টেম্বরে ভারত আয়োজন করতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। পেহেলগাঁওয়ে হামলা, ভারত-পাকিস্তান উত্তেজনায় আসরটি গড়ানো নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। সেই অচলাবস্থা কেটে গেছে। পাকিস্তান ওই আসরে দল পাঠাচ্ছে, তবে ভারতে খেলবে না। ভারতের একাধিক গণমাধ্যম বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে ৫ অক্টোবর ম্যাচ খেলবে ভারত। ভেন্যু শ্রীলংকার কলম্বো।

ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে মোট পাঁচটি শহরে আয়োজিত হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। ৮ দলের টুর্নামেন্টটি বসবে ভারতের ব্যাঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর এবং শ্রীলংকার কলম্বোয়। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকায়। ফাইনাল বা সেমিতে উঠলেও দেশটির মেয়েরা লঙ্কাতেই লড়বে বিশ্বকাপ।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে নারী বিশ্বকাপ শেষ হবে ২ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলংকার। রাউন্ড-রবিন পদ্ধতির লিগ পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৫ অক্টোবর। গ্রুপ পর্ব শেষে প্রথম সেমিফাইনাল হবে ভারতের গুয়াহাটি। দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল হবে ব্যাঙ্গালুরুতে। তবে পাকিস্তান কোয়ালিফাই করলে তখন খেলা হবে কলম্বোয়।