img

৫ ব্যাংক একীভূতের প্রস্তাব অনুমোদন, ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে সরকার

প্রকাশিত :  ১৪:১২, ০৯ অক্টোবর ২০২৫

৫ ব্যাংক একীভূতের প্রস্তাব অনুমোদন, ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে সরকার

উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে পাঁচটি ব্যাংক একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনা। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া হয়।

বৈঠকের পর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একত্র করে একটি ব্যাংকে রূপান্তরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এ জন্য ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে সরকার। পাশাপাশি উপদেষ্টা পরিষদে ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করে সংশোধনেরও অনুমোদন দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী।

যে পাঁচ ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আগের ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

অর্থনীতি এর আরও খবর

img

ডিভিডেন্ড ঘোষণার তারিখ প্রকাশ করালো ১৬ কোম্পানি

প্রকাশিত :  ১৭:৫৭, ১৯ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:৫৫, ১৯ অক্টোবর ২০২৫

সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য বোর্ড সভা আহ্বান করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬টি কোম্পানি। উক্ত বোর্ড সভাসমূহে ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ রোববার (১৯ অক্টোবর) কোম্পানিগুলো পৃথকভাবে বোর্ড সভার তারিখ ও সময় জানিয়েছে।

২৬ অক্টোবর: আগামী ২৬ অক্টোবর রোববার বিকেল ৩টা ৩০ মিনিটে বোর্ড সভা করবে অ্যাডভেন্ট ফার্মা। একই দিন বিকেল ৪টায় সভা আহ্বান করেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং শ্যামপুর সুগার মিলস। শ্যামপুর সুগার একই সভায় বার্ষিক ও প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করবে।

২৭ অক্টোবর: আগামী ২৭ অক্টোবর সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে সভা অনুষ্ঠিত হবে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস-এর ।বিকেল ৩টায় সভা করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নাহী অ্যালুমিনিয়াম ও অলিম্পিক অ্যাক্সেসরিজ।একই দিন এডিএন টেলিকম বিকেল ৩টায় বার্ষিক প্রতিবেদন এবং ৩টা ৩০ মিনিটে প্রথম প্রান্তিকের প্রতিবেদন অনুমোদনের জন্য দুটি পৃথক সভা করবে।

এছাড়া বিকেল ৩টা ৩০ মিনিটে সভা করবে একমি ল্যাবরেটরিজ, বিকেল ৪টায় জিকিউ বলপেন এবং বিকেল ৫টায় হাওয়ায়েল টেক্সটাইল।

২৮ অক্টোবর: আগামী ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় সভা করবে রেনউইক যগেশ্বর অ্যান্ড কোম্পানি এবং উসমানিয়া গ্লাস। উভয় কোম্পানিই একই সভায় বার্ষিক ও প্রান্তিক প্রতিবেদন অনুমোদন করবে। সেদিন বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করেছে পিটিএল টেক্সটাইল।