img

এলপিজি সিলিন্ডার ১ হাজার টাকা হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

প্রকাশিত :  ০৯:২৮, ১১ অক্টোবর ২০২৫

এলপিজি সিলিন্ডার ১ হাজার টাকা হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কাবির খান মনে করছেন, এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার টাকার মধ্যে উচিত। তিনি বলেছেন, দেশের স্বল্পমেয়াদি জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। 

আজ শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘বর্তমানে সিলিন্ডারের বাজার মূল্য ১২০০ টাকার বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থালি ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না। অথচ, এর দাম ১ হাজার টাকা মধ্যে হওয়া উচিত।’

তিনি বলেন, ‘বর্তমানে ১২০০ টাকা দামের সিলিন্ডার অনেক জায়গায় ১৪০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তাই দামের নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি খাতের কাজ বাড়ানো প্রয়োজন। দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।’

উপদেষ্টা আরও বলেন, ‘দেশের প্রাথমিক জ্বালানির ঘাটতি কোন্র স্বাভাবিক সংকট নয়। এটি একটি পরিকল্পিত অবস্থার ফল, যা ক্ষমতাসীন কিছু রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ী গোষ্ঠীর কারণে তৈরি হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস লাইনের পরিকল্পনায় গ্যাস সরবরাহের চাহিদা উপেক্ষা করা হয়েছে, ফলে শিল্প ও গৃহস্থালিতে বিপুলসংখ্যক অবৈধ সংযোগও হয়েছে।’

ফওজুল কবির খান বলেন, ‘স্থানীয় গ্যাস উৎপাদন প্রতিবছর কমছে। প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট উৎপাদন কমছে। ঘাটতি মেটাতে এলএনজি আমদানি করা হচ্ছে, যদিও এর দাম বেশি বলে সমালোচনা হচ্ছে।’

এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া দরকার, তাই স্বল্পমেয়াদে ঘাটতি মেটাতে এলপিজি কার্যকর বিকল্প হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

অর্থনীতি এর আরও খবর

img

ডিভিডেন্ড ঘোষণার তারিখ প্রকাশ করালো ১৬ কোম্পানি

প্রকাশিত :  ১৭:৫৭, ১৯ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:৫৫, ১৯ অক্টোবর ২০২৫

সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য বোর্ড সভা আহ্বান করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬টি কোম্পানি। উক্ত বোর্ড সভাসমূহে ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ রোববার (১৯ অক্টোবর) কোম্পানিগুলো পৃথকভাবে বোর্ড সভার তারিখ ও সময় জানিয়েছে।

২৬ অক্টোবর: আগামী ২৬ অক্টোবর রোববার বিকেল ৩টা ৩০ মিনিটে বোর্ড সভা করবে অ্যাডভেন্ট ফার্মা। একই দিন বিকেল ৪টায় সভা আহ্বান করেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং শ্যামপুর সুগার মিলস। শ্যামপুর সুগার একই সভায় বার্ষিক ও প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করবে।

২৭ অক্টোবর: আগামী ২৭ অক্টোবর সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে সভা অনুষ্ঠিত হবে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস-এর ।বিকেল ৩টায় সভা করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নাহী অ্যালুমিনিয়াম ও অলিম্পিক অ্যাক্সেসরিজ।একই দিন এডিএন টেলিকম বিকেল ৩টায় বার্ষিক প্রতিবেদন এবং ৩টা ৩০ মিনিটে প্রথম প্রান্তিকের প্রতিবেদন অনুমোদনের জন্য দুটি পৃথক সভা করবে।

এছাড়া বিকেল ৩টা ৩০ মিনিটে সভা করবে একমি ল্যাবরেটরিজ, বিকেল ৪টায় জিকিউ বলপেন এবং বিকেল ৫টায় হাওয়ায়েল টেক্সটাইল।

২৮ অক্টোবর: আগামী ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় সভা করবে রেনউইক যগেশ্বর অ্যান্ড কোম্পানি এবং উসমানিয়া গ্লাস। উভয় কোম্পানিই একই সভায় বার্ষিক ও প্রান্তিক প্রতিবেদন অনুমোদন করবে। সেদিন বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করেছে পিটিএল টেক্সটাইল।