img

শ্রীমঙ্গলে ২৩ দিনেও নিখোঁজ রিমা রানীর সন্ধান মেলেনি

প্রকাশিত :  ১১:০৯, ২১ অক্টোবর ২০২৫

শ্রীমঙ্গলে ২৩ দিনেও নিখোঁজ রিমা রানীর সন্ধান মেলেনি

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের শ্রীমঙ্গল ক্যাথলিক মিশন রোডের বাসিন্দা মতিলাল বিশ্বাসের ১০ বছর বয়সী মেয়ে রিমা রানী বিশ্বাস বিগত ২৯ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার ২৩ দিন পার হলেও এখনো মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

রিমা রানী শ্রীমঙ্গলের একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। 

পরিবার সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সে আর ফেরেনি। পরে পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় বিষয়টি জানানো হয়।

রিমার বাবা মতিলাল বিশ্বাস বলেন, “আমার মেয়েটি কোথায় আছে কিছুই জানি না। আমরা প্রতিদিন আশা করি হয়তো আজ তাকে পাবো, কিন্তু এখনো কোনো খবর নেই। প্রশাসন চেষ্টা করছে, কিন্তু আমরা মেয়েকে ফিরে পেতে দেশের সবার সহযোগিতা চাই।”

নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে । সম্ভাব্য এলাকাগুলোতে তল্লাশি চালানো হচ্ছে এবং বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রিমা রানীর নিখোঁজ হওয়ার ঘটনায় অনেক সামাজিক ও সাংগঠনিক প্ল্যাটফর্মের কোনো দৃশ্যমান ভূমিকা দেখা যাচ্ছে না। তবে পরিবার আশা করছে, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় শিশুটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, রিমা রানী বিশ্বাসের অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে তা যেন দ্রুত শ্রীমঙ্গল থানা বা নিকটস্থ পুলিশ প্রশাসনকে জানানো হয়।


সিলেটের খবর এর আরও খবর

img

শ্রীমঙ্গলে ভয়াবহ আগুনে বসতঘর ভস্মীভূত

প্রকাশিত :  ১০:০৪, ২১ অক্টোবর ২০২৫

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পাকা টিনসেড বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আপন দাশ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো ঘরটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঘরের ভেতরের সব আসবাবপত্র, ফ্রিজ, টিভি, সোফা, ফ্যান, বেড, আলমারি—সবকিছুই আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।

ভুক্তভোগী আপন দাশ বলেন, ‘আমরা কিছুই বাঁচাতে পারিনি। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘরের ভেতরের জিনিস বের করার সুযোগই পাইনি।’

পরিবারটি বর্তমানে চরম ক্ষতির মুখে পড়েছে।

সিলেটের খবর এর আরও খবর