img

সিলেট মেডিকেয়ারের সাথে চুক্তিবদ্ধ হলো কলকাতার ডিসান হাসপাতাল

প্রকাশিত :  ১৯:৩৮, ২১ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ২০:০৪, ২১ অক্টোবর ২০২৫

বিশ্বমানের চিকিৎসা সুবিধা সাশ্রয়ী মূল্যে প্রদানের প্রতিশ্রুতি

 সিলেট মেডিকেয়ারের সাথে চুক্তিবদ্ধ হলো কলকাতার ডিসান হাসপাতাল

সিলেট তথা বাংলাদেশী রোগীদের জন্য ভারতের কলকাতায় অবস্থিত ডিসান হাসপাতাল বিশ্বমানের এবং অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সাশ্রয়ী মুল্যে প্রদানের জন্য সিলেট মেডিকেয়ারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।  

গত সোমবার (২০শে অক্তোবর, ২০২৫ ইং) রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে সিলেটের রোগী, রোগীর স্বজন এবং স্থানীয় হেলথকেয়ার ফেসিলেটর এবং স্বাস্থ্যসেবা খাতে সংশ্লিষ্টদের কাছে ডিসান হাসপাতালকে পরিচয় করিয়ে দিতে সিলেট মেডিকেয়ার এক মতবিনিময় সভার আয়োজন করে। 

সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার রেদা মঈন রেজার সঞ্চালনায় পরিচালিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডেসান হাসপাতালের আন্তর্জাতিক রোগী বিভাগের ব্যবস্থাপক জনাব শেখ গিয়াস উদ্দিন। এসময় তিনি ডিসান হাসপাতালের বিভিন্ন বিভাগের স্পেশিয়ালিটির পরিচয় এবং সিলেট তথা বাংলাদেশের রোগীদের হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।

উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গ, ভারতের কলকাতার ডিসান মোড়, কসবা গোলপার্ক, ই এম বাইপাস, কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় অবস্থিত ডিসান হাসপাতাল ১০ তলা বিল্ডিং-এর ভিতরে ২৫০,০০০ স্কয়ার ফিটের জায়গার ভিতর ৭৫০টি শয্যা, ২০টি ওটি, ৮টি বিশেষ ইনস্টিটিউট এবং ৫১টি বিভাগ নিয়ে উৎকর্ষতার অন্যন্য উদাহরণ ইতিমধ্যে স্থাপন করেছে।  

সভায় বক্তারা বলেন, সিলেট মেডিকেয়ারের মাধ্যমে সিলেটের রোগীদের ভারত এবং অন্যান্য  বিভিন্ন দেশে ভিসা প্রসেসের উন্নত চিকিৎসা সেবা দিতে পারছে। পাশাপাশি স্থানীয় ডাক্তারদের সাথে বিদেশের ডাক্তারদের মধ্যে সিএমই আয়োজন করে অবদান রাখায় ধন্যবাদ প্রদান করেন। এই মতবিনিময় সভাটি বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্য সেবায় ভারতের হাসপাতালের  সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারিত্বের-ই প্রতিফলন। এই অংশীদারিত্ব সিলেটের রোগীদের জন্য অধিকতর সাশ্রয়ী মুল্যে বিশেষায়িত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে সহজতর করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার চৌধুরী নূর তামাম, কো-ফাউন্ডার শাহরিয়ার মুমিত জনি, কো-ফাউন্ডার আব্দুল করিম জোনাক, সাইফ, সোহাগ আহমদ, মইনুল হক, ফরহাদ আহমদ, আব্দুল মজিদ, মুখতার উদ্দিন, হিফজুর রহমান খান, ফখরুল ইসলাম মিয়া,  জাকির হোসেন, সৈয়দ আব্দুল্লাহ, সাজিদুল বারী সাজিদ, মোশাররফ হোসেন প্রমুখ।

দেশের বাহিরে যারা উন্নত চিকিৎসা নিতে চান সিলেট মেডিকেয়ার টিমের সাথে ০১৮৯৩-৮৯১২১২ ও ০১৭১৫-০২৯০১৮ নাম্বারে এবং সরাসরি সিলেট নগরীর রংমহল টাওয়ারের ২য় তলাস্থ অফিসে যোগাযোগ করতে পারবেন।

সিলেটের খবর এর আরও খবর

img

শ্রীমঙ্গলে ২৩ দিনেও নিখোঁজ রিমা রানীর সন্ধান মেলেনি

প্রকাশিত :  ১১:০৯, ২১ অক্টোবর ২০২৫

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের শ্রীমঙ্গল ক্যাথলিক মিশন রোডের বাসিন্দা মতিলাল বিশ্বাসের ১০ বছর বয়সী মেয়ে রিমা রানী বিশ্বাস বিগত ২৯ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার ২৩ দিন পার হলেও এখনো মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

রিমা রানী শ্রীমঙ্গলের একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। 

পরিবার সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সে আর ফেরেনি। পরে পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় বিষয়টি জানানো হয়।

রিমার বাবা মতিলাল বিশ্বাস বলেন, “আমার মেয়েটি কোথায় আছে কিছুই জানি না। আমরা প্রতিদিন আশা করি হয়তো আজ তাকে পাবো, কিন্তু এখনো কোনো খবর নেই। প্রশাসন চেষ্টা করছে, কিন্তু আমরা মেয়েকে ফিরে পেতে দেশের সবার সহযোগিতা চাই।”

নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে । সম্ভাব্য এলাকাগুলোতে তল্লাশি চালানো হচ্ছে এবং বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রিমা রানীর নিখোঁজ হওয়ার ঘটনায় অনেক সামাজিক ও সাংগঠনিক প্ল্যাটফর্মের কোনো দৃশ্যমান ভূমিকা দেখা যাচ্ছে না। তবে পরিবার আশা করছে, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় শিশুটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, রিমা রানী বিশ্বাসের অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে তা যেন দ্রুত শ্রীমঙ্গল থানা বা নিকটস্থ পুলিশ প্রশাসনকে জানানো হয়।


সিলেটের খবর এর আরও খবর