img

দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার

প্রকাশিত :  ০৭:৩৫, ২২ অক্টোবর ২০২৫

দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার

এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন চাল কিনছে সরকার। এতে মোট ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা। বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ চাল কেনা হবে দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে।

এতে ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫৫.৯৯ মার্কিন ডলার। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেওয়া হয়।

এছাড়া মিয়ানমার থেকে জি টু জি পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ চাল কেনা হবে মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ) থেকে।

এতে ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। 

 


img

১১ কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড আসছে বিকালে

প্রকাশিত :  ০৭:৪৪, ২২ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৪৪, ২২ অক্টোবর ২০২৫

আজ বুধবার (২২ অক্টোবর) বিকালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্ট্রি সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানগুলো ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো-শাহজালাল ব্যাংক, বিআএফসি, বিকন ফার্মা, আরগন ডেনিম, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, সামিট পাওয়ার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, স্কয়ার ফার্মা,ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ভ্যালেন্স ফান্ড ও কেপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

আলোচ্য ১১ কোম্পানির মধ্যে বিকন ফার্মা, আরগন ডেনিম, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, সামিট পাওয়ার ও স্কয়ার ফার্মা ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

বাকি প্রতিষ্ঠানের মধ্যে শাহজালাল ব্যাংক, বিআএফসি,পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ও ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ভ্যালেন্স ফান্ড অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে ইপিএস প্রকাশ করবে।

আর, কেপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে ইউনিট প্রতি আয় (ইউপিএস) প্রকাশ করবে।