img

কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার বেড়ে ৭৪%

প্রকাশিত :  ০৭:৫২, ০৪ নভেম্বর ২০২৫

কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার বেড়ে ৭৪%

রেকর্ড পরিমাণে বেড়েছে কানাডায় আবেদনকারী ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার। চলতি বছরের আগস্টে জমা দেওয়া প্রতি চারটি আবেদনের মধ্যে তিনটিই বাতিল করেছে কানাডা সরকার। অর্থাৎ, প্রায় ৭৪ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর স্টাডি পারমিট আবেদন খারিজ হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।\r\n\r\n

প্রতিবেদনে বলা হয়, একসময় ভারতীয় শিক্ষার্থীদের জন্য কানাডা ছিল অন্যতম জনপ্রিয় গন্তব্য। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নতুন বিধিনিষেধ এবং ভিসা বাতিলের উচ্চ হার অনেককে এখন আবেদন থেকে নিরুৎসাহিত করছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে ভিসা বাতিলের হার ছিল ৩২ শতাংশ, যা ২০২৫ সালের আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৭৪ শতাংশে। একই সময়ে ভারতীয় আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ৯০০ থেকে কমে ৪ হাজার ৫১৫-এ নেমে এসেছে।

কানাডা সরকার জানিয়েছে, শিক্ষার্থী ভিসা জালিয়াতি ও অস্থায়ী অভিবাসন নিয়ন্ত্রণে রাখতে দেশটি দ্বিতীয় দফায় আন্তর্জাতিক স্টাডি পারমিটের সংখ্যা কমিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে প্রায় ১,৫৫০টি জাল ভর্তি স্বীকৃতিপত্র ধরা পড়ে। নতুন যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে গত বছর আরও ১৪ হাজারের বেশি জাল নথি শনাক্ত করা হয়।

অটোয়ায় ভারতীয় দূতাবাস বলেছে, তারা ভিসা প্রত্যাখ্যানের হার সম্পর্কে সচেতন, তবে পারমিট অনুমোদনের সিদ্ধান্ত পুরোপুরি কানাডার এখতিয়ারভুক্ত।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বিশ্বমানের বহু মেধাবী শিক্ষার্থী ভারত থেকে আসে এবং কানাডার বিশ্ববিদ্যালয়গুলো অতীতে তাদের প্রতিভা থেকে উপকৃত হয়েছে। 

শিক্ষা এর আরও খবর

img

স্বৈরাচার হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু

প্রকাশিত :  ১৮:২০, ১২ নভেম্বর ২০২৫

ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে ‘অবৈধভাবে’ দেওয়া আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে। 

আজ বুধবার (১২ নভেম্বর) রাতে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, ‘হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়ার বিষয়টি ছিল অবৈধ এবং ডাকসুর গঠনতন্ত্রের বাইরে গিয়ে। ২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে তাকে অগণতান্ত্রিকভাবে এটি দেওয়া হয়েছিল। আজকের সভায় সেই রেজুলেশনটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।’

এদিন সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সাধারণ সভা। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। সভায় ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।



শিক্ষা এর আরও খবর