img

প্রতিশোধ নিতে অতর্কিত হামলা, ১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

প্রকাশিত :  ০৭:১৭, ১২ অক্টোবর ২০২৫

প্রতিশোধ নিতে অতর্কিত হামলা, ১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

আফগান কর্তৃপক্ষ তাদের হেলমান্দ প্রদেশে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে। আজ রোববার (১২ অক্টোবর) এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

হেলমান্দের প্রাদেশিক সরকারের মুখপাত্র মাওলাওয়ি কাসিম রিয়াজ মিডিয়াকে বলেছেন, বাহরামপুর জেলায় ডুরান্ড লাইনের কাছে গত রাতে আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। 

এ ছাড়া অভিযানের সময় আফগান বাহিনী তিনটি পাকিস্তানি সামরিক ফাঁড়িও দখল করেছে। সেইসঙ্গে পাক বাহিনীর গোলাবারুদ ও অস্ত্র জব্দ করা হয়েছে বলে আফগান কর্তৃপক্ষ দাবি করেছে। 

গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এর জবাবেই পাল্টা এসব হামলা চালানো হয়েছে বলে দাবি আফগান কর্তৃপক্ষের। 

প্রতিবেদনে বলা হয়, প্রতিশোধ নিতে হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নানগারহার এবং কুনারে পাকিস্তানি ফাঁড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব প্রদেশের অবস্থান পাকিস্তান-আফগান সীমান্তে।  

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি অভিযোগ করেছেন, তালেবান ‘বিনা উসকানিতে’ এই হামলা চালায় এবং তারা বেসামরিকদের লক্ষ্য করেও গুলি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, \'পাকিস্তান প্রতিটি ইটের জবাব দেবে এক একটি পাথর ছুড়ে।\' নকভি আরও বলেন, \'আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে।\' 

পাকিস্তান-আফগান সীমান্ত উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব এবং কাতার উভয় পক্ষকে সংলাপ, কূটনীতি ও সংযমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।  


আন্তর্জাতিক এর আরও খবর

img

গাজায় ফের হামলা শুরু করতে বললেন ইসরায়েলি মন্ত্রীরা

প্রকাশিত :  ১৪:৩১, ১৯ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:৪২, ১৯ অক্টোবর ২০২৫

গাজায় আবারও আক্রমণ শুরু করার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরসহ একাধিক মন্ত্রী ।

আজ রোববার (১৯ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, বেন-গভির এক্স-পোস্টে বলেন, তিনি চান ইসরায়েলি বাহিনী 'সর্বোচ্চ শক্তির সঙ্গে গাজা উপত্যকায় সম্পূর্ণরূপে যুদ্ধ পুনরায় শুরু করুক'।

আল জাজিরা জানিয়েছে, আজ সকালে গাজাজুড়ে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশের পর মন্ত্রীদের এ বক্তব্য এলো।

ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক্স-পোস্টে একটি শব্দ লিখে একই ইঙ্গিত দিছেন: 'যুদ্ধ!'

প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেন, 'যতদিন হামাস থাকবে, যুদ্ধ থাকবেই।'

নেতানিয়াহুর মন্ত্রিসভার আরেক সদস্য আভি ডিচটার পরিস্থিতিকে 'কঠিন ও জটিল' বলে বর্ণনা করেছেন এবং হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনে অভিযুক্ত করেছেন।

তিনি বলেন, সমস্ত জীবিত জিম্মিরা আমাদের হাতে, পরিস্থিতি বদলে গেছে। ইসরায়েল হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে হাল ছাড়বে না।

দীর্ঘদিনের গণহত্যা ও দুর্ভিক্ষের মাঝে কয়েকদিন আগে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করে হামাস ও ইসরায়েল। তবে কয়েকদিন না গড়াতেই ইসরায়েলি মন্ত্রীদের এসব মন্তব্য তাদের প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ বাড়িয়ে দেয়।

আন্তর্জাতিক এর আরও খবর