
অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত আফগানিস্তান-পাকিস্তান, জানাল কাতার

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে গত এক সপ্তাহ ধরে সীমান্তে তীব্র সংঘাতের পর এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার সময়ই এই সমঝোতা হয় বলে জানায় দোহা কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং এর বাস্তবায়ন যাচাইয়ের জন্য আফগানিস্তান ও পাকিস্তান ফলো-আপ বৈঠক করতেও সম্মত হয়েছে।’
এর আগে শনিবার উভয় দেশ জানিয়েছিল, তারা দোহায় শান্তি আলোচনায় বসছে। আফগানিস্তানের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব। পাকিস্তানের পক্ষে নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা নেওয়ার পর থেকে সীমান্তে এমন তীব্র সংঘাতের ঘটনা আর ঘটেনি। সাম্প্রতিক লড়াইয়ে উভয়পক্ষের সামরিক ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
দুই দেশে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে নেয়। সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর জঙ্গি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ অভিযোগ তোলে যে, আফগান তালেবান এসব জঙ্গিদের আশ্রয় দিচ্ছে।
এর জবাবে পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায়।
পাল্টা হিসেবে তালেবান যোদ্ধারা সীমান্তের একাধিক পাকিস্তানি চৌকিতে হামলা চালায়। সংঘাতের দায় উভয়পক্ষই একে অপরের ওপর চাপিয়ে দিয়েছে। তালেবান বলছে, আইএস–সংঘটিত জঙ্গিদেরই পাকিস্তান সমর্থন দিচ্ছে।