img

রেকর্ড গড়ার পর স্বর্ণের দামে বড় পতন

প্রকাশিত :  ১৫:৪৪, ২১ অক্টোবর ২০২৫

রেকর্ড গড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রেকর্ড উচ্চতায় পৌঁছানোর ঠিক একদিন পর বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন দেখা গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) আউন্সপ্রতি স্বর্ণের দাম এক লাফে ৫ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩০ দশমিক ৪০ মার্কিন ডলার, যা করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ দরপতনের ঘটনা।

এর আগে সোমবার (২০ অক্টোবর) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ৫২ ডলার ছুঁয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতা এই পতনের প্রধান কারণ।

এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।

সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।



img

১১ কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড আসছে বিকালে

প্রকাশিত :  ০৭:৪৪, ২২ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৪৪, ২২ অক্টোবর ২০২৫

আজ বুধবার (২২ অক্টোবর) বিকালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্ট্রি সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানগুলো ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো-শাহজালাল ব্যাংক, বিআএফসি, বিকন ফার্মা, আরগন ডেনিম, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, সামিট পাওয়ার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, স্কয়ার ফার্মা,ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ভ্যালেন্স ফান্ড ও কেপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

আলোচ্য ১১ কোম্পানির মধ্যে বিকন ফার্মা, আরগন ডেনিম, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, সামিট পাওয়ার ও স্কয়ার ফার্মা ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

বাকি প্রতিষ্ঠানের মধ্যে শাহজালাল ব্যাংক, বিআএফসি,পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ও ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ভ্যালেন্স ফান্ড অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে ইপিএস প্রকাশ করবে।

আর, কেপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে ইউনিট প্রতি আয় (ইউপিএস) প্রকাশ করবে।