img

কারাগারে থেকে চেয়ারম্যান হলেন বিএনপি নেতা

প্রকাশিত :  ০৭:৩৫, ১২ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট: ০৮:৩৮, ১২ নভেম্বর ২০২১

কারাগারে থেকে চেয়ারম্যান হলেন বিএনপি নেতা

জনমত ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কারাগারে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো.বাহারুল আলম সুমন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভীর চৌধুরী বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো.বাহারুল আলম ৩ হাজার ১০৬ ভোট পেয়ে ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন।  তিনি আমানউল্যাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।  
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় গত ১৫দিন আগে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে অনুসারীরা তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যান।
দ্বিতীয় ধাপে বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের ৬ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ জন ও বিএনপি সমর্থিত ৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া একটি ইউনিয়নে জাসদ সমর্থিত এক প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হয়েছেন।
নির্বাচিত হলেন- আমানউল্লাপুর ইউনিয়নে বাহারুল আলম সুমন (বিএনপি সমর্থিত স্বতন্ত্র)), গোপালপুর ইউনিয়নে মোশারফ হোসেন মিন্টু (জাসদ সমর্থিত স্বতন্ত্র), আলাইয়ারপুর ইউনিয়নে গিয়াস উদ্দিন পাটোয়ারী (নৌকা), ছয়ানি  ইউনিয়নে ওয়াহিদুজ্জামান ওহিদ ( আ.লীগ বিদ্রোহী), রাজগঞ্জ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান চৌধুরী সেলিম (নৌকা), একলাশপুর ইউনিয়নে সাহেদুর রহমান দিপু (আ.লীগ বিদ্রোহী), বেগমগঞ্জ ইউনিয়নে শাহিদুর রহমান শাহীন (বিএনপি সমর্থিত স্বতন্ত্র)), নরোত্তমপুর ইউনিয়নে মেহেদি হাসান টিপু (নৌকা), দুর্গাপুর ইউনিয়নে আবেদ সাইফুল কালাম (নৌকা), কুতুবপুর ইউনিয়নে কামাল হোসেন (আ.লীগ বিদ্রোহী), রসুলপুর ইউনিয়নে আবদুর রশিদ (বিএনপি সমর্থিত স্বতন্ত্র), হাজীপুর ইউনিয়নে শাহ মো.আজিম মির্জা (নৌকা), শরীফপুর ইউনিয়নে নোমান সিদ্দিকী (আ.লীগ বিদ্রোহী), কাদিরপুর ইউনিয়নে সালাউদ্দিন (নৌকা)।

img

নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ দল, মনোনয়নপত্র জমা পড়েছে ২৭৪১

প্রকাশিত :  ১৮:০৬, ৩০ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ১৮:২৮, ৩০ নভেম্বর ২০২৩

 অত্যাসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তফশিল অনুযায়ী ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী। এই নির্বাচনে মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। 

বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোটের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ভোট হবে আগামী ৭ জানুয়ারি। 

তফশিল অনুযায়ী, আজই (৩০ নভেম্বর) ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 

রিটার্নিং অফিসে উপস্থিত হয়ে ২ হাজার ৭২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ২১ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা ২০১৮ সালের নির্বাচনের তুলনায় প্রায় অর্ধেক।২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি জানিয়েছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ৩৬৯ জন নিবন্ধন করলেও শেষ দিনে (বৃহস্পতিবার) বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন।