img

ঘুরে আসুন সিলেটের মনিপুরী পাড়া

প্রকাশিত :  ১৯:১৮, ২০ অক্টোবর ২০২৪

ঘুরে আসুন সিলেটের মনিপুরী পাড়া

সংগ্রাম দত্ত: বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে অন্যতম বড় গোষ্ঠী হলো মনিপুরী আদিবাসি। দেশে মৌলভীবাজার জেলার বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া; হবিগঞ্জ জেলার  চুনারুঘাট; সুনামগঞ্জ জেলার ছাতকে মনিপুরী আদিবাসীদের বসবাস রয়েছে। দেশীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্দ অংশ হচ্ছে মনিপুরী নৃত্য ও মনিপুরী তাঁত। যদিও সরকারি পৃষ্টপোষকতার অভাব, কাঁচামালের দুস্প্রাপ্যতা ইত্যাদি কারনে মনিপুরী তাঁত শিল্প অনেকটা ধ্বংশের দ্বারপ্রান্তে, তারপরও অনেক মনিপুরী পরিবার সযত্নে শিল্পটিকে টিকিয়ে রেখেছে।

শ্রীমঙ্গলের রামনগর মনিপুরী পাড়ায় এখনো ঐতিহ্য ধরে রাখার প্রয়াসে বেশ কটি তাঁতে তৈরী হচ্ছে শাড়ি, থ্রি-পিস, ওড়না, ব্যাগসহ নানা ধরনের পণ্য। তাঁত শিল্প সম্পর্কে জানতে এবং তাঁতে কাপড় বুনার প্রক্রিয়া দেখতে চাইলে ঘুরে আসতে পারেন শ্রীমঙ্গলের রামনগর মনিপুরী পাড়ায়। মনিপুরীদের আতিথেয়তা গ্রহন করতে শ্রীমঙ্গল শহর থেকে রিক্সাযোগে সহজেই যেতে পারেন মনিপুরী পাড়াতে। তবে বাংলাসনের কার্তিক মাসের শেষ পূর্ণিমা তিথিতে মনিপুরীদের প্রধান ধর্মীয় উৎসব রাসোৎসব দেখতে চাইলে যেতে পারেন কমলগঞ্জের মাধবপুরস্থ জোড়ামন্ডপ অথবা আদমপুরস্থ মনিপুরী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রে।

সিলেটের খবর এর আরও খবর

img

মৌলভীবাজারে বসতবাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড, দুই বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত :  ০৮:১২, ০৮ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৮:৩৮, ০৮ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের এক যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্বাসরোধে দুজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৮ ডিসেম্বর) রাতে শহরতলীর মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে‌ন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সেই যুবলীগ নেতার নাম শেখ রুমেল আহমদ। তিনি মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি।

অগ্নিকাণ্ডে শ্বাসরোধ হয়ে মৃতরা হলেন- সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের মা মেহেরুন্নেসা (৭০) ও চাচি ফুলেছা বেগম (৬৫)।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান, ডুপ্লেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠকখানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।


সিলেটের খবর এর আরও খবর