
বদলা নিয়ে টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেন সাবালেঙ্কা

বেলারুশের আরিনা সাবালেঙ্কা নারী একক টেনিসে দারুণ লড়াই শেষে শিরোপা ধরে রাখলেন। নিউইয়র্কের ফ্লাশিং মেডোজে অনুষ্ঠিত ইউএস ওপেনের ফাইনালে তিনি যুক্তরাষ্ট্রের উইম্বলডন রানার-আপ আমান্ডা আনিসিমোভার বিপক্ষে সরাসরি সেটে ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে জয় তুলে নেন।
এই জয়ে সাবালেঙ্কা টানা দুই বছর ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন। এর আগে ২০১৪ সালে সেরেনা উইলিয়ামস পরপর দুই বছর এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বিশ্ব এক নম্বর তারকা সাবালেঙ্কার ক্যারিয়ারের এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। চারটিই এসেছে হার্ড কোর্টে— দুটি অস্ট্রেলিয়ান ওপেন এবং দুটি ইউএস ওপেন।
ক্রিকেটে যে রেকর্ডে উগান্ডার চেয়েও পিছিয়ে বাংলাদেশক্রিকেটে যে রেকর্ডে উগান্ডার চেয়েও পিছিয়ে বাংলাদেশ
ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে সাবালেঙ্কা বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এখানে এসেছেন, যারা দূর থেকে উড়ে এসে আমার বক্সে ছিলেন। আমি আরও অনেক ফাইনালে খেলতে চাই। সেইসঙ্গে আমি চাইব তোমরা যেখানেই থাক না কেন, আমার পাশে থেকো।’
এই ফাইনাল ছিল দুই খেলোয়াড়ের জন্যই মানসিক দৃঢ়তার পরীক্ষা। আনিসিমোভা ৫৬ দিন আগেই উইম্বলডনের ফাইনালে ইগা শভিয়াতেকের কাছে হেরে গিয়েছিলেন। অন্যদিকে বছরজুড়ে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনে হতাশাজনক পরাজয় সইতে হয়েছে সাবালেঙ্কাকে। তাছাড়া কোকো গফের কাছে হারের পর বিতর্কিত সংবাদ সম্মেলনের জন্য ক্ষমাও চাইতে হয়েছিল।
সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় হাড় ভেঙেছে পিএসজি কোচেরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় হাড় ভেঙেছে পিএসজি কোচের
তবে সব বাধা পেরিয়ে তিনি আবার প্রমাণ করলেন নিজের শ্রেষ্ঠত্ব। আনিসিমোভার বিপক্ষে শেষ মুহূর্তে শক্ত লড়াই করেও ঠেকানো যায়নি সাবালেঙ্কাকে। জয় নিশ্চিত করার পর হাঁটু গেড়ে কোর্টে পড়ে যান তিনি, এরপর কোচিং স্টাফদের সঙ্গে আনন্দোৎসবে মেতে ওঠেন। এবারের ইউএস ওপেনের ফাইনাল তাই স্মরণীয় হয়ে রইল কেবল একটি শিরোপা জয়ের কারণে নয়, বরং সাবালেঙ্কার লড়াইয়ের মানসিকতা, ধারাবাহিকতা এবং ইতিহাসগড়া সাফল্যের জন্যও।